কেন্দা এলাকার বাসিন্দাদের দাবি, এলাকার একটি মন্দিরে ছাগলটি চড়ছিল। সেই সময় চার চাকা গাড়িতে করে কয়েকজন এসে ছাগলটিকে গাড়িতে তুলে নেয়। বিষয়টি লক্ষ্য করেন স্থানীয় এক ব্যক্তি। তিনি ছাগল চুরি হয়ে যাওয়ার বিষয়টি চিৎকার করতে থাকেন। চিৎকার শুনে অনেকেই বাড়ির বেরিয়ে আসেন।
আরও পড়ুনঃ কিছু খেলেই অম্বল, গলা-বুক জ্বালার সমস্যা? এই কয়েকটি ঘরোয়া টোটকাতেই ম্যাজিকের মতো কাজ
advertisement
এ দিকে, অবস্থা বেগতিক বুঝে দ্রুত গতিতে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল গাড়িটি। কিন্তু এলাকার জনা পঞ্চাশেক ব্যক্তি মিলে একটি জায়গায় আটকে ফেলে গাড়িটিকে। গাড়ি থেকে নামিয়ে চালককে ব্যাপক মারধর করা হয়। সে সময় এলাকায় থাকা পুলিশ ঘটনাস্থলে ছুটে আসে। এসে অভিযুক্তদের আটক করে নিয়ে যায়।
অভিযোগ, সদ্য পঞ্চায়েত নির্বাচনে পশ্চিম বর্ধমান জেলা পরিষদে জয়ী সদস্য পুতুল বন্দ্যোপাধ্যায়ের ভাইপো রয়েছেন অভিযুক্তদের তালিকায়। যদিও পুতুল বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, বিষয়টি মিথ্যা। বিরোধীরা ঘটনাটিকে রং চড়িয়ে বলছেন। ছোট একটা বিষয়কে বড় করে দেখানো হচ্ছে। তাই এ ক্ষেত্রে বিড়ম্বনার কোনও অবকাশ নেই।
Nayan Ghosh