বহুরূপী পেশার সঙ্গে যুক্ত শিল্পী সুনীল চৌধুরী জানিয়েছেন, এখন তাঁদের কঠিন অবস্থার মধ্য দিয়ে যেতে হচ্ছে। বিশেষ করে লকডাউনের পর থেকে অবস্থা আরও সঙ্গীন হয়েছে। আগে সপ্তাহের সাত দিন বিভিন্ন গ্রামে যেতেন। কিন্তু এখন সপ্তাহে একদিন বা দু'দিনের বেশি তাদের বেরোনো হয় না। তা থেকে যেটুকু রোজকার হয়, তা দিয়ে বহুরূপী সাজের রং, পোশাক কেনার খরচটুকুও আজকাল ঠিক করে উঠছে না।
advertisement
আরও পড়ুন: দুয়ারে ডাক্তারের ক্যাম্পে ট্রিটমেন্ট করালেন স্বয়ং মন্ত্রী
স্বাভাবিকভাবেই সংসার চালাতে গিয়ে রীতিমতো হিমশিম খাচ্ছেন বহুরূপীরা। যে কারণে বাধ্য হয়ে অন্য পেশার সঙ্গেও তাঁদের যুক্ত হতে হচ্ছে। তবে এখনও পর্যন্ত অনেকে ভালোবেসে এই পেশাকে কোনওমতে বাঁচিয়ে রেখেছেন। কিন্তু তাঁদের আশঙ্কা, বহুরূপী পরিবারগুলির আগামী প্রজন্ম আর সম্ভবত এই পেশায় আসবে না।
advertisement
নয়ন ঘোষ
Location :
Kolkata,West Bengal
First Published :
February 24, 2023 9:37 PM IST