অভিযোগ, সেখানে বসবাসকারী কয়েকজন জামতাড়া গ্যাংয়ের সদস্য। তারা একাধিক সাইবার ক্রাইমূলক অপরাধের সঙ্গে যুক্ত। কিন্তু প্রতিবাদ করার উপায় নেই এলাকার মানুষের। কারণ প্রতিবাদ করতে গেলেই দেওয়া হয় প্রাণনাশের হুমকি। মিথ্যা মামলায় ফাঁসিয়ে দেওয়ার হুমকি। ভাঙচুর মারধরের ভয় দেখানো হয় সবসময়। হুমকি দিয়ে এলাকার মানুষের কাছ থেকে মোটা টাকা নেওয়া হচ্ছে বলেও অভিযোগ। আর এই সমস্ত ঘটনার প্রতিবাদ করতে গিয়েছিলেন এলাকার কয়েকজন। সমস্ত হুমকি উপেক্ষা করে তারা প্রতিবাদ করতে গিয়েছিলেন। কিন্তু যা ভয় ছিল, সেটাই হয়েছে। জামতাড়া গ্যাঙের সদস্যদের হাতে আক্রান্ত হতে হয়েছে এলাকার মানুষজনকে। ইট পাটকেল ছুড়ে ভাঙচুর করা হয়েছে ঘর বাড়ি। যা নিয়ে রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েছেন এলাকার মানুষ।
advertisement
স্থানীয়দের কয়েকজনের দাবি, ইতিমধ্যেই বিষয়টি নিয়ে অভিযোগ জানানো হয়েছে। কিন্তু এখনও পর্যন্ত তেমন কিছু ফলাফল হয়নি। প্রশাসনের কাছে আর্জি, যত দ্রুত সম্ভব ব্যবস্থা নেওয়া হোক।
নয়ন ঘোষ