নিয়ামতপুর বাজার এলাকায় যানজটের অন্যতম কারণ সরু রাস্তা। প্রসঙ্গত এই রাস্তাটি খুবই ব্যস্ত থাকে। ছোট থেকে বড় গাড়ির ভিড় লেগেই থাকে। সেইসঙ্গে ষটোটো, অটোর দৌরাত্ম্য তো আছেই। সরু রাস্তা হওয়ার কারণে গাড়ির গতি ওই এলাকায় অনেকটাই কমে যায়। এছাড়াও রাস্তার উপরেই আছে বেশকিছু অস্থায়ী দোকান। যার ফলে ওই রাস্তা চওড়া করা সম্ভব হচ্ছে না। আবার বাজারে এলাকা হওয়ায়, সেখানে আসা মানুষজন গাড়ি পার্কিংও করে। ফলে যানজট লেগেই থাকে। আর সমস্যায় পড়তে হয় স্থানীয় মানুষজ থেকে শুরু করে জরুরি পরিষেবা ক্ষেত্রকে। আর সেজন্যই যানজট মুক্ত করার উদ্যোগ নিচ্ছে ট্রাফিক বিভাগ।
advertisement
আরও পড়ুন: দরবেশের দরবারে আউল-বাউল মেলা, ৫৫০ বছর ধরে চলে আসছে
জানা গিয়েছে, প্রাথমিকভাবে বাজার এলাকায় কিছু গাড়ি চলাচলের ক্ষেত্রে নিয়ন্ত্রণ জারি করা হবে। পাশাপাশি রাস্তাটিকে দখলমুক্ত করতে অস্থায়ী দোকানগুলিকে সরিয়ে নিয়ে যাওয়া হবে। তাছাড়াও রাস্তার পাশে যে নর্দমাটি রয়েছে ও তার উপর যে দোকানগুলি রয়েছে, সেগুলিকেও অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়ার পরিকল্পনা করা হচ্ছে। পুরো বিষয়টি খতিয়ে দেখতে নিয়ামতপুর বাজার এলাকাটি পরিদর্শন করেছেন ট্রাফিক বিভাগের এসিপি এবং আসানসোল পুরনিগমের সদস্য ইন্দ্রানী মিশ্র। সূত্রের খবর, খুব শীঘ্রই ওই এলাকাটিতে যানজট মুক্ত করে তুলবে প্রশাসন।
নয়ন ঘোষ