স্থানীয় মহিলাদের অভিযোগ, বার্নপুর এলাকায় বেশ কয়েকটি লিকার শপ রয়েছে। যেখানে সন্ধ্যের পর থেকেই ভিড় বাড়তে শুরু করে মদ্যপদের। আর উৎপাত শেষ হতে মধ্যরাত্রি পেরিয়ে যায়। অবৈধভাবে রাস্তার পাশেই মদ্যপান করতে দেখা যায় অনেক জনকে। তবে শেষ নয় এখানেই।
advertisement
মদ্যপদের অশালীন আচরণ আরও বেশি বিরক্তিকর হয়ে উঠেছে স্থানীয় মহিলাদের কাছে। তারা বলছেন, রাত বিরেতে তাদের রাস্তা দিয়ে যাতায়াত করতে হয়। আর তখন শিকার হতে হয় বিরূপ মুহূর্তের। পাশাপাশি মদ্যপদের অশালীন আচরণে এলাকার পরিবেশ খারাপ হচ্ছে বলে অভিযোগ।
অবশেষে কোনও উপায় না পেয়ে এলাকার প্রমীলা বাহিনী প্রতিবাদে সরব হয়েছেন। তারা যে সমস্ত লিকার শপগুলিতে এমন ঘটনা চলছিল, সেই দোকানগুলির সামনে বিক্ষোভ দেখান। বন্ধ করে দিয়েছেন সে সমস্ত দোকানগুলি।
পাশাপাশি স্থানীয় মহিলারা জমায়েত করে হিরাপুর থানায় হাজির হন। সেখানে একটি ডেপুটেশন দিয়েছেন তারা। স্থানীয় মহিলাদের আবেদন, যাতে স্থানীয় পুলিশ প্রশাসন এই ব্যাপারে দ্রুত পদক্ষেপ করে। মদ্যপদের এই উৎপাত বন্ধ করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়।
নয়ন ঘোষ