সেই সব কটি আখড়ার উদ্যোগে কুলটিতে এবারেও আয়োজিত হয়েছিল রাবণ দহন। যা দেখতে কমপক্ষে ১৫ থেকে ২০ হাজার মানুষের ভিড় জমেছিল এলাকায়। অনুষ্ঠানকে কেন্দ্র করে যেমন সতর্ক ছিলেন উদ্যোক্তারা, তেমনভাবে সতর্ক ছিল আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট। বিশাল পুলিশ বাহিনী উপস্থিত ছিল অনুষ্ঠান স্থলে, যে কোনও রকম অপপ্রতিকর ঘটনা এড়াতে।
আরও পড়ুন - Heatwave Alert: চাঁদিফাটা চৈত্র! মহাপ্রলয়ের আশঙ্কা, দক্ষিণবঙ্গে ছুটবে আগুন, আবহাওয়ার মেগা আপডেট
advertisement
অন্যদিকে রাবন দহন ছাড়াও বিশেষ পুজোপাঠের আয়োজন করা হয়েছিল। রাবণ দহন উপলক্ষে রঙিন লাইটে সাজিয়ে তোলা হয়েছিল এলাকা। ছিল আতশবাজি প্রদর্শনীও।
এ বিষয়ে কুলটির বিধায়ক জানিয়েছেন, ব্রিটিশ আমল থেকে রাবন দহন অনুষ্ঠানের আয়োজন করা হয়। এবারেও সেই একই রকম নিয়ম মেনে রামনবমীর পর প্রথম রবিবার অর্থাৎ গত নয় এপ্রিল কুলটিতে রাবণ দহন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। উদ্যোক্তারা বিশেষভাবে প্রস্তুতি নিয়েছিলেন অনুষ্ঠানটিকে সুষ্ঠু ভাবে সম্পন্ন করার জন্য। প্রচুর সংখ্যক স্বেচ্ছা সেবকরা ছিলেন।
পাশাপাশি পুলিশ উদ্যোক্তাদের সঙ্গে সহযোগিতা করেছেন। সেজন্য পুলিশকে ধন্যবাদ দিয়েছেন বিধায়ক। অন্যদিকে, সবমিলিয়ে রাবণ দহন উপলক্ষে এলাকায় প্রচুর সংখ্যক উৎসুক মানুষের ভিড় জমেছিল বিশেষ করে বিগত কয়েক বছর মহামারীর জন্য এই অনুষ্ঠান সেইভাবে আয়োজন করা যায় নি। তবে এই বছর বিশেষ আয়োজন করা হয়েছিল অনুষ্ঠান উপলক্ষে।
Nayan Ghosh





