TRENDING:

Asansol News: হটাৎ বাজারের ফুটপাতে ঘুরছেন মেয়র! পরিদর্শন শেষে জানালেন বড় সিদ্ধান্ত

Last Updated:

হঠাৎ আসানসোল বাজারের ফুটপাতে ঘুরে বেড়াতে দেখা গেল মেয়র বিধান উপাধ্যায়কে!

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পশ্চিম বর্ধমান: পুজোর আগে ফুটপাত দখলমুক্ত হবে আসানসোলে। আসানসোল বাজারের ফুটপাতের বেশিরভাগ অংশ দখল হয়ে গিয়েছে। সেখানে জাঁকিয়ে বসেছেন ব্যবসায়ীরা। বারবার পুরসভার তরফ থেকে আবেদন করা হলেও পরিস্থিতির বদল হয়নি। অন্যদিকে ফুটপাতে হাঁটাচলা করতে গিয়ে সমস্যায় পড়ছেন পথচারীরা। তাই ফুটপাতের দোকানগুলিকে পুজোর পর অন্যত্র সরানোর সিদ্ধান্ত নিয়েছে আসানসোল পুরনিগম।
advertisement

ফুটপাত দিয়ে চলতে গিয়ে পথচারীদের যে যে সমস্যার সম্মুখীন হতে হচ্ছে তা ভাল করে খতিয়ে দেখার জন্য বিশেষ উদ্যোগ আসানসোল পুরনিগমের। ফুটপাত পরিদর্শনে হাজির ছিলেন খোদ মেয়র বিধান উপাধ্যায় নিজে। অনেকেই ফুটপাতে দোকান তৈরি করে সেগুলিকে আরও বাড়িয়ে নিয়েছেন। ফলে চলাচলের জায়গা অনেক বেশি সঙ্কীর্ণ হয়ে পড়েছে। সেগুলিকে প্রাথমিকভাবে সরানোর নির্দেশ দেওয়া হয়েছে। যাতে করে মানুষজনের চলাচল করতে অসুবিধা না হয়। পুজোর পরেই ঢেলে সাজানো হবে শহরের ফুটপাত।

advertisement

আরও পড়ুন: আদিবাসীদের করম পরবে রঙিন গোটা এলাকা

এদিন মেয়র সহ আসানসোল পুরনিগমের আধিকারিকরা আসানসোল বাজার এলাকা পরিদর্শন করেন। সেখানে বিভিন্ন ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন। কথা বলেন বাজারে আসা বিভিন্ন মানুষজনের সঙ্গে। মূলত আসানসোল পুরনিগম চাইছে আসানসোল বাজারের যে ফুটপাত রয়েছে তা দখলমুক্ত করতে। একইসঙ্গে পুরনিগম ব্যবসায়ীদেরও অসুবিধা সৃষ্টি করতে চাইছে না।

advertisement

View More

তাই ব্যবসায়ীদের অন্যত্র দোকান করে দেওয়া হবে। যেখান থেকে তারা নিজেদের ব্যবসা চালিয়ে নিয়ে যেতে পারবেন। কিছুদিন আগেই পুরনিগমের এই পরিকল্পনার কথা সামনে এসেছিল। যাতে সায় দিয়েছেন ফুটপাতের ব্যবসায়ীরা। অন্যদিকে ফুটপাত দখলমুক্ত হলে আসানসোল বাজারে আসা যাওয়া মানুষের সুবিধা হবে। একই সঙ্গে কমবে যানজট।

আসানসোল পুরনিগম শহরের সৌন্দর্যায়নের জন্য বিশেষভাবে নজর দিয়েছে। একদিকে শহরের সবুজায়ন বাড়ানোর দিকে নজর দেওয়া হয়েছে। অন্যদিকে যানজট মুক্ত শহর তৈরি করতেন নানা রকম পদক্ষেপ করা হচ্ছে। তার মধ্যে আসানসোল শহরের দখল হয়ে যাওয়া ফুটপাত মানুষজনকে অসুবিধা সম্মুখীন করছিল।

advertisement

তাই ফুটপাতগুলি ঢেলে সাজানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। তৈরি হয়ে গিয়েছে তার ব্লু প্রিন্ট। প্রস্তাব গিয়েছিল নবান্নে। পরিকল্পনা বাস্তবায়নের জন্য টাকাও বরাদ্দ হয়ে গিয়েছে বলে পুরসভা সূত্রের খবর। তবে যেহেতু সামনে পুজো রয়েছে, তাই ব্যবসায়ীদের এখনই বিরক্ত করতে চায় না পুরনিগম। তবে পুজো শেষ হলেই ফুটপাত সাজানোর কাজ শুরু হবে।

সেরা ভিডিও

আরও দেখুন
​'শুভ বিজয়া' সন্দেশ স্পেশালে মন মজেছে জনতার! বর্ধমানের মিষ্টির দোকানে ভিড়
আরও দেখুন

নয়ন ঘোষ

advertisement

বাংলা খবর/ খবর/পশ্চিম বর্ধমান/
Asansol News: হটাৎ বাজারের ফুটপাতে ঘুরছেন মেয়র! পরিদর্শন শেষে জানালেন বড় সিদ্ধান্ত
Open in App
হোম
খবর
ফটো
লোকাল