TRENDING:

Paschim Bardhaman: জয়ের আনন্দে সবুজ আবির মেখে বিজয়োল্লাসে সামিল বিধান

Last Updated:

ব্যাপক ভোটের ব্যবধান বিরোধীদের হারিয়ে জয়লাভ করেছেন বিধান উপাধ্যায়। আসানসোল পুরনিগমের ৬ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী ছিলেন বিধান উপাধ্যায়।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#আসানসোল : ব্যাপক ভোটের ব্যবধান বিরোধীদের হারিয়ে জয়লাভ করেছেন বিধান উপাধ্যায়। আসানসোল পুরনিগমের ৬ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী ছিলেন বিধান উপাধ্যায়। যিনি এই মুহূর্তে আসানসোলের মেয়র পদেও রয়েছেন। উপনির্বাচনে বিরোধী প্রার্থীদের হারিয়ে পাঁচ হাজারের বেশি ভোটে জয়লাভ করেছেন তিনি। আর বিধান উপাধ্যায়ের এই জয়ে আনন্দে ফেটে পড়েছেন দলের কর্মী সমর্থকরা। বিধান বাবুর জয় নিশ্চিত হতেই দলীয় পতাকা হাতে নিয়ে, সবুজ আবির রেখে রাস্তায় বিজয় উৎসব করতে নেমেছিলেন দলের কর্মীরা।
advertisement

দলের কর্মীদের আরও চাঙ্গা করতে বিজয় মিছিলে হাজির হয়েছিলেন বিধান উপাধ্যায়। সকালের আসানসোল বিধান উপাধ্যায়ের জয়, বিজয় মিছিল আর ভোট গণনাতে ব্যস্ত ছিল। আর এই বিজয় মিছিল থেকে বিরোধীদের তোপ দাগতে ভুলে যাননি তৃণমূল নেতা কর্মীরা। যখন সিবিআই, ইডি ইস্যুতে তৃণমূল সরকার জেরবার, তখন এই জয় বিরোধীদের মুখে চুনকালি মাখানো বলেই ধারণা দলের নেতা কর্মীদের।

advertisement

আরও পড়ুনঃ জমা জল চারিদিকে! ডেঙ্গুর আতঙ্কে ভুগছে কুমারডিহি এলাকা

আসানসোল পুরনিগমের ৬ নং ওয়ার্ডের উপনির্বাচনে মোট ভোটার ১০ হাজার ৬ জন। ভোট পড়েছিল ৮২.৬৪ শতাংশ। ভোট দিয়েছিলেন ৮৪৫৭ জন। ভোট শেষ হওয়ার পরে ১৪ টি বুথের ইভিএম আসানসোলের মহকুমাশাসকের কার্যালয়ে যে স্ট্রং রুমে রাখা হয়েছিল। সপ্তম রাউন্ডে গণনা শেষে তৃণমূল কংগ্রেসের প্রার্থী বিধান উপাধ্যায় ভোট পেয়েছেন ৬৬৮৩।

advertisement

View More

আরও পড়ুনঃ রাস্তা নাকি পুকুর! বোঝাই দায়! 'মরণফাঁদ' বলছেন মানুষ

দ্বিতীয় স্থানে রয়েছেন সিপিএমের শুভাশীষ মন্ডল। পেয়েছেন ১২০৬ ভোট। বিজেপির শ্রীদীপ চক্রবর্তী ৪৮৫ ভোট পেয়েছেন এবং কংগ্রেস প্রার্থী সোমনাথ চট্টোপাধ্যায় পেয়েছেন মাত্র ৮৩ টি ভোট। স্বাভাবিকভাবেই ব্যাপক ভোটের ব্যবধানে এই জয় তৃণমূলকে ফের চাঙ্গা করে তুলেছে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ফাঁকা নেই হোটেলের রুম! কেন সবাই ভিড় জমাচ্ছেন বক্সা এবং জলদাপাড়ার জঙ্গলে?
আরও দেখুন

Nayan Ghosh

বাংলা খবর/ খবর/পশ্চিম বর্ধমান/
Paschim Bardhaman: জয়ের আনন্দে সবুজ আবির মেখে বিজয়োল্লাসে সামিল বিধান
Open in App
হোম
খবর
ফটো
লোকাল