আরও পড়ুন: হোটেলে পচা মাছ দেখেই ছুড়ে ফেললেন মহকুমাশাসক!
পশ্চিম বর্ধমান জেলা স্বাস্থ্য দফতর সূত্রে খবর, আসানসোল হাসপাতালে ১০০ শয্যা বিশিষ্ট একটি ক্রিটিকাল কেয়ার ব্লক তৈরি করা হবে। যেখানে মুমূর্ষ রোগীদের চিকিৎসা দেওয়া হবে। গুরুতর অসুস্থদের আপৎকালীন অবস্থায় চিকিৎসা দেওয়া হবে সিসিবি অর্থাৎ ক্রিটিকাল কেয়ার ব্লক থেকে। এখানে ১০০টি শয্যা রাখা হবে। যাতে করে বেশি সংখ্যক রোগীকে একসঙ্গে চিকিৎসা পরিষেবা দেওয়া যায়। উল্লেখ্য, এতদিন পর্যন্ত গুরুতর অসুস্থতার ক্ষেত্রে অনেক সময় জেলা হাসপাতাল থেকে অন্যত্র রেফার করে দেওয়া হতো রোগীদের। অথবা রোগীদের ভরসা করতে করতে দুর্গাপুরের বেসরকারি হাসপাতালগুলির উপর। যেগুলি অনেকটাই খরচসাপেক্ষ। অনেক সময় রোগীর ভিড়ে নতুন রোগীকে জায়গা দেওয়া সম্ভব হত না। তবে নতুন এই সিসিবি তৈরি হয়ে গেলে সেই সমস্যা কেটে যাবে। যার জন্য ৩১ কোটি ৩৩ লক্ষ টাকার বেশি বরাদ্দ করা হয়েছে।
advertisement
অন্যদিকে, জেলা হাসপাতালে তৈরি হচ্ছে ডিস্ট্রিক্ট ইন্টিগ্রেটেড পাবলিক হেলথ ল্যাবরেটরি। যেখান থেকে রোগীরা নানান ধরনের শারীরিক পরীক্ষা-নিরীক্ষা করাতে পারবেন। তাঁদের বাইরে যেতে হবে না। ফলের রোগীদের চিকিৎসার খরচ কমবে। নতুন এই ল্যাবরেটরি তৈরি করার জন্য ৮৬ লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে বলে হাসপাতাল সূত্রে খবর। সবমিলিয়ে আগামী কয়েক বছরের মধ্যে জেলা হাসপাতালের চিকিৎসা পরিষেবায় আমূল পরিবর্তন ঘটতে চলেছে। যা সার্বিকভাবে গোটা জেলার মানুষের জন্য খুবই গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
নয়ন ঘোষ