আসানসোলের উপ নির্বাচনে তৃণমূলের তারকা প্রার্থী শত্রুঘ্ন সিনহা, শহরে পা রাখার পর থেকে লাগাতার প্রচার চালিয়ে যাচ্ছেন। শুক্রবার শত্রুঘ্ন সিনহার হয়ে প্রচার সারলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী যশবন্ত সিনহা। আসানসোলের রবীন্দ্রভবনে একটি কর্মী সভার মাধ্যমে শত্রুঘ্ন সিনহার সমর্থনে প্রচার করেছেন তিনি।
অন্যদিকে, আসানসোল লোকসভা কেন্দ্রের দুটি জায়গায় উপনির্বাচনের বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পলের সমর্থনে প্রচার করেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার। প্রচারে রাজ্যের বর্তমান অবস্থা সম্পর্কে শাসক দল তৃণমূলকে কটাক্ষ করতে ছাড়েননি রাজ্য বিজেপি সভাপতি। আসানসোল লোকসভা কেন্দ্রের উপনির্বাচনের বাম প্রার্থী পার্থ মুখার্জীর হয়ে প্রচার করেছেন বাম নেত্রী ঐশী ঘোষ। নির্বাচনী প্রচারে বেরিয়ে এই উপনির্বাচনকে অকাল নির্বাচন বলে দাবি করেছেন তিনি। পাশাপাশি প্রাক্তন সংসদ বাবুল সুপ্রিয়কে কটাক্ষ করতে ছাড়েননি তিনি।
advertisement
এদিন আসানসোলে তৃণমূল প্রার্থীর সমর্থনে প্রচারে এসেছিলেন যুব তৃণমূল সভাপতি সায়নী ঘোষ। প্রচারে তিনি দক্ষিণী সিনেমার ডায়লগ তুলে ধরে বলেন 'মমতা ঝুকেগা নেহি'। অন্যদিকে আসানসোলের ৮১ নম্বর ওয়ার্ডে তৃণমূল প্রার্থীর সমর্থনে প্রচার করেছেন রাজ্যের দুই মন্ত্রী ব্রাত্য বসু এবং শ্রীকান্ত মাহাতো। তাছাড়াও রোড শো এর মাধ্যমে তৃণমূল প্রার্থীর সমর্থনে প্রচার করেছেন তৃণমূল নেত্রী সায়ন্তিকা ব্যানার্জি।
Nayan Ghosh