আসানসোলে গারুই নদীর উপর অবৈধভাবে সেতু নির্মাণ করে চলছে জমি প্লটিংয়ের কাজ। এই চাঞ্চল্যকর খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে যান আসানসোল পুরনিগমের আধিকারিকরা। হাজির ছিলেন সেচ দফতরের আধিকারিকরাও। সেখানকার কাণ্ডকারখানা দেখে চোখ কপালে ওঠার জোগাড় হয় সরকারি কর্তাদের। প্রশ্ন উঠছে, প্রশাসনের নজর এড়িয়ে নাকের ডগায় বসে কীভাবে আবার এই নদী দখলের কাজ শুরু হয়েছে? অভিযোগের তির একটি বেসরকারি সংস্থার দিকে।
advertisement
এই গারুই নদীর উপর বিশেষভাবে নির্ভরশীল আসানসোল শহর। শহরের নিকাশি ব্যবস্থার প্রাণ ভোমরা হল এই নদী। এই নদী মজে গেলে বা জবরদখল হয়ে গেলে আসানসোল শহরের জল বেরোনোর আর কোনও পথ থাকবে না। কিন্তু এই বিষয়টি নিয়ে শহরের বাসিন্দাদের একাংশ যে সচেতন নন তা এই ঘটনা আরও একবার প্রমাণ করে দিল।
advertisement
নয়ন ঘোষ
Location :
Kolkata,West Bengal
First Published :
June 06, 2023 6:46 PM IST
বাংলা খবর/ খবর/পশ্চিম বর্ধমান/
West Bardhaman News: ভয়ঙ্কর স্মৃতি ভুলে আবার চুরি হচ্ছে গারুই নদী! আসানসোলের ভবিষ্যৎ নিয়ে শঙ্কা