TRENDING:

Air Cycle: শূন্যে সাইকেল চালিয়েছেন কখনও? দুর্গাপুরে অ্যাডভেঞ্চার নিয়ে হাজির ‘এয়ার সাইকেল’

Last Updated:

মাত্র ৮০ টাকার বিনিময়ে আপনি এয়ার সাইকেলে চেপে অ্যাডভেঞ্চারের মজা নিতে পারবেন। প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত আপনি এই অ্যাডভেঞ্চার রাইডের মজা উপভোগ করতে পারবেন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
দুর্গাপুর, পশ্চিম বর্ধমান: শহর দুর্গাপুরে অ্যাডভেঞ্চারের নতুন ঠিকানা। শূন্যে চালিয়ে নিন সাইকেল। ঝুলন্ত অবস্থায় সাইকেল নিয়ে পেরিয়ে যান জলাশয়ের এপার থেকে ওপার। দুর্গাপুরে হাজির হয়েছে এয়ার সাইকেল। পর্যটকদের জন্য অ্যাডভেঞ্চার নিয়ে হাজির হয়েছে নতুন এই রাইড। মাত্র ৮০ টাকার বিনিময়ে আপনি এয়ার সাইকেলে চেপে অ্যাডভেঞ্চারের মজা নিতে পারবেন। প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত আপনি এই অ্যাডভেঞ্চার রাইডের মজা উপভোগ করতে পারবেন।
advertisement

তবে এই অ্যাডভেঞ্চার রাইডের মজা নেওয়ার আগে অবশ্যই নিজের সুরক্ষার কথা ভাবতে হবে। যদিও সেদিকে বিশেষ নজর দিয়েছে কর্তৃপক্ষ। এয়ার সাইকেলে চাপার আগে সমস্ত রকম সেফটি গিয়ার নিতে হবে। মূলত সেফটি জ্যাকেট ব্যবহার করা বাধ্যতামূলক এবং একই সঙ্গে হেলমেট ব্যবহার করতে হবে। কারণ একটি তারের উপর ভরসা করে আপনি শূন্যে সাইকেল চালাবেন। বিপদ তো আর বলে আসে না। তাই সুরক্ষা ছাড়া এয়ার সাইকেলে চাপা উচিত হবে না। যদিও কথায় আছে, ভয়কে জয় করে গন্তব্যে পৌঁছতে হয়।

advertisement

আরও পড়ুন- টেবিলে শুয়ে শুয়ে এসব কী! বড়লোকদের আজব খেয়ালখুশির রহস্য ফাঁস করলেন সুপারইয়টের কর্মী

দুর্গাপুরের অন্যতম জনপ্রিয় জায়গা কুমারমঙ্গলমার্কে নতুন এই অ্যাডভেঞ্চার রাইডের ব্যবস্থা করা হয়েছে, এটি বেসরকারি সংস্থার পরিচালনায় গিয়ার সাইকেল এর রাইট উপভোগ করতে পারবেন আপনি যদিও সঙ্গে সংস্থার একজন কর্মী উপস্থিত থাকবেন আপনাকে সাহায্য করার জন্য পাশাপাশি সেফটি জ্যাকেট এবং হেলমেট দেওয়া হবে সংস্থার তরফ থেকেই ৮০ টাকার বিনিময়ে আপনি এয়ার সাইকেলে জলাশয়ের এপার থেকে ওপার যাওয়া এবং সেখান থেকে সাইকেল চালিয়ে ফিরে আসতে পারবেন। তো আর দেরি কীসের? আজই বেরিয়ে পড়ুন অ্যাডভেঞ্চার রাইডের মজা নিতে।

advertisement

View More

সেরা ভিডিও

আরও দেখুন
ফাঁকা জায়গার লাগবে না, আমবাগানেই হচ্ছে কুইন্টাল কুইন্টাল ফলন! বিনা ব্যয়ে লাভ পাচ্ছেন চাষি
আরও দেখুন

Nayan Ghosh

বাংলা খবর/ খবর/পশ্চিম বর্ধমান/
Air Cycle: শূন্যে সাইকেল চালিয়েছেন কখনও? দুর্গাপুরে অ্যাডভেঞ্চার নিয়ে হাজির ‘এয়ার সাইকেল’
Open in App
হোম
খবর
ফটো
লোকাল