তবে এই অ্যাডভেঞ্চার রাইডের মজা নেওয়ার আগে অবশ্যই নিজের সুরক্ষার কথা ভাবতে হবে। যদিও সেদিকে বিশেষ নজর দিয়েছে কর্তৃপক্ষ। এয়ার সাইকেলে চাপার আগে সমস্ত রকম সেফটি গিয়ার নিতে হবে। মূলত সেফটি জ্যাকেট ব্যবহার করা বাধ্যতামূলক এবং একই সঙ্গে হেলমেট ব্যবহার করতে হবে। কারণ একটি তারের উপর ভরসা করে আপনি শূন্যে সাইকেল চালাবেন। বিপদ তো আর বলে আসে না। তাই সুরক্ষা ছাড়া এয়ার সাইকেলে চাপা উচিত হবে না। যদিও কথায় আছে, ভয়কে জয় করে গন্তব্যে পৌঁছতে হয়।
advertisement
আরও পড়ুন- টেবিলে শুয়ে শুয়ে এসব কী! বড়লোকদের আজব খেয়ালখুশির রহস্য ফাঁস করলেন সুপারইয়টের কর্মী
দুর্গাপুরের অন্যতম জনপ্রিয় জায়গা কুমারমঙ্গলমার্কে নতুন এই অ্যাডভেঞ্চার রাইডের ব্যবস্থা করা হয়েছে, এটি বেসরকারি সংস্থার পরিচালনায় গিয়ার সাইকেল এর রাইট উপভোগ করতে পারবেন আপনি যদিও সঙ্গে সংস্থার একজন কর্মী উপস্থিত থাকবেন আপনাকে সাহায্য করার জন্য পাশাপাশি সেফটি জ্যাকেট এবং হেলমেট দেওয়া হবে সংস্থার তরফ থেকেই ৮০ টাকার বিনিময়ে আপনি এয়ার সাইকেলে জলাশয়ের এপার থেকে ওপার যাওয়া এবং সেখান থেকে সাইকেল চালিয়ে ফিরে আসতে পারবেন। তো আর দেরি কীসের? আজই বেরিয়ে পড়ুন অ্যাডভেঞ্চার রাইডের মজা নিতে।
Nayan Ghosh