TRENDING:

West Bardhaman News|| আবার কর্তব্যরত অবস্থায় পুলিশ কর্মীর মৃত্যু, এ বারেও ঘাতক দ্রুতগামী গাড়ি

Last Updated:

কর্তব্যরত অবস্থায় মৃত্যু আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটে কর্মরত এক কনস্টেবলের। এবারও ঘাতক দ্রুতগামী একটি গাড়ি। দুর্ঘটনার শিকার কুলটি থানার অন্তর্গত চৌরঙ্গী ফাঁড়ির এক কনস্টেবল।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কুলটি: আবার এক পুলিশ কর্মীর মৃত্যু জেলায়। কর্তব্যরত অবস্থায় মৃত্যু আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটে কর্মরত এক কনস্টেবলের। এ বারও ঘাতক দ্রুতগামী একটি গাড়ি। দুর্ঘটনার শিকার কুলটি থানার অন্তর্গত চৌরঙ্গীফাঁড়ির এক কনস্টেবল।
advertisement

জানা গিয়েছে, মৃত কনস্টেবল এর নাম সময়লাল কুর্মি। তিনি উত্তরপ্রদেশের প্রতাপপুরের বাসিন্দা। বয়স আনুমানিক ৪৭ বছর। এদিন রাস্তার পাশে কর্তব্যরত অবস্থায় থাকে ধাক্কা মারে একটি দ্রুতগামী চারচাকা গাড়ি। ঘটনাস্থলে লুটিয়ে পড়েন তিনি। ঘটনাস্থলে থাকা অন্যান্য পুলিশ কর্মীরা তাকে উদ্ধার করে দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করান। কিন্তু সেখানে মৃত্যু হয়েছে তার।

advertisement

আরও পড়ুনঃ সাতসকালে দুর্ঘটনার কবলে পুলকার! আহত ৪ পড়ুয়া ও চালক, দেখুন ভিডিও

জানা গিয়েছে, সময়লাল চৌরাঙ্গী ফাঁড়ির মোবাইল ভ্যানে ডিউটি করছিলেন। প্রায় ভোর ৪টা নাগাদ চৌরাঙ্গী মোড়ের নিকট রাস্তার পাশে ফাঁকা জায়গায় শৌচ করার সময়, উল্টো দিক থেকে খুব দ্রুত গতিতে আসা চারচাকা গাড়ি তাকে ধাক্কা মেরে পালিয়ে যায়। তখন তার সঙ্গে ডিউটিরত অন্য আধিকারিকরা, আহত কনস্টেবল সময় লাল বাবুকে গুরুতর আহত অবস্থায় দুর্গাপুরের এক বেসরকারি হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করান। তবে সকালে মৃত্যু হয়।

advertisement

View More

পুলিশ এই ঘটনার তদন্ত নেমে ওই এলাকার সিসিটিভি গুলি খতিয়ে দেখে। তবে সূত্রের খবর, ওই গাড়িটি নিয়ামতপুরের রেড লাইট এরিয়া থেকে বেরিয়ে দ্রুত গতিতে আসছিল। রাস্তায় অন ডিউটি কনস্টেবেলকে ধাক্কা মেরে সালানপুর চিত্তরঞ্জন রাস্তার দিকে গাড়িটি পালিয়ে যায়। তবে পুলিশের তদন্তে নেমে কল্যানেশ্বরী শ্মশানের কাছে গাড়িটি উদ্ধার করেছে। গাড়িটি উদ্ধার করেছে চৌরাঙ্গি ফাঁড়ির পুলিশ।

advertisement

জানা গিয়েছে, উদ্ধার হওয়া গাড়িটির মালিকের নাম শুভাম খোয়ালা। গাড়িটি কর্ণাটকের নম্বরে রেজিস্টার রয়েছে বলে খবর (KA50MA7324)। ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। ঘাতক গাড়িটির মালিকের খোঁজে জোরকদমে তদন্ত চালিয়ে যাচ্ছে পুলিশ।

সেরা ভিডিও

আরও দেখুন
ছট পুজো ঘাটে নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ-প্রশাসনের কড়াকড়ি! জারি করা হল 'এইসব' নির্দেশ
আরও দেখুন

Nayan Ghosh

বাংলা খবর/ খবর/পশ্চিম বর্ধমান/
West Bardhaman News|| আবার কর্তব্যরত অবস্থায় পুলিশ কর্মীর মৃত্যু, এ বারেও ঘাতক দ্রুতগামী গাড়ি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল