Howrah News|| সাতসকালে দুর্ঘটনার কবলে পুলকার! আহত ৪ পড়ুয়া ও চালক, দেখুন ভিডিও
- Published by:Shubhagata Dey
- hyperlocal
Last Updated:
দুর্ঘটনা ১৬ নং জাতীয় সড়কে, পুলকার দুর্ঘটনায় আহত ৪ পড়ুয়া ও চালক-সহ মোট ৫ জন। মঙ্গলবার সকালে ঘটনাটি ঘটে উলুবেড়িয়া কুশবেড়িয়া মুম্বই রোডে।
#হাওড়া: আবারও দুর্ঘটনা ১৬ নং জাতীয় সড়কে, পুলকার দুর্ঘটনায় আহত ৪ পড়ুয়া ও চালক-সহ মোট ৫ জন। মঙ্গলবার সকালে ঘটনাটি ঘটে উলুবেড়িয়া কুশবেড়িয়া মুম্বই রোডে।
এ দিন সকালে চার পড়ুয়াকে নিয়ে মুম্বই রোড ধরে পাঁচলা থেকে কুলগাছিয়ার দিকে যাচ্ছিল পুলকারটি, সেই সময় নিয়ন্ত্রণ হারিয়ে পুলকারটি মুম্বই রোডের ধারে বাতিস্তম্ভে ধাক্কা মারে।
আরও পড়ুনঃ ঘরের পাশেই ৭০০ বছরের পুরনো গড় ভবানীপুরের এই মন্দির! আপনি মিস করেননি তো!
ঘটনাটি ঘটে মঙ্গলবার সকাল ৯'টা নাগাদ। ঘটনায় পুলকারের সামনে অংশ সম্পূর্ণ দুমড়ে মুচড়ে যায়। স্থানীয় বাসিন্দা ও পথ চলতি মানুষ উদ্ধার কাজে এগিয়ে আসে, ঘটনা স্থলে পুলিশ পৌঁছয়। গাড়ির সামনের অংশ ভেঙে চালক এবং পড়ুয়াদের উদ্ধার করে প্রথমে উলুবেরিয়া ইএসআই হাসপাতালে পাঠায়, পরে তাদের অবস্থার অবনতি হওয়ায় উলুবেরিয়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
advertisement
advertisement
রাকেশ মাইতি
view commentsLocation :
First Published :
November 29, 2022 12:43 PM IST