Howrah News|| ঘরের পাশেই ৭০০ বছরের পুরনো গড় ভবানীপুরের এই মন্দির! আপনি মিস করেননি তো!

Last Updated:

ভবানীপুরের রায় রাজ বংশে ১৩০৬ শকাব্দে রাজা দেব নারায়ণ রায় মনিনাথ জিউ মন্দির প্রতিষ্ঠা করেন, আজও ইতিহাসের সাক্ষী প্রায় ৭০০ বছর ধরে দাঁড়িয়ে রয়েছে এই মন্দির।

+
title=

#হাওড়া: উদয়নারায়নপুর গড় ভবানীপুরের রায় রাজ বংশে ১৩০৬ শকাব্দে রাজা দেব নারায়ণ রায় মনিনাথ জিউ মন্দির প্রতিষ্ঠা করেন। জানা যায়, রাজা দেব নারায়ণ রায়ের পুত্রের জীবন ফিরিয়ে দিয়েছিলেন মনিনাথ স্বামী নামে এক ঋষি। তারপর রাজা দেব নারায়ন রায় সেই ঋষিকে তাঁর রাজত্বের একাধারে আশ্রম তৈরি করে নিজ রাজত্ব রেখেছিলেন।
জানা যায়, সেই আশ্রমে ঋষি মনিনাথ স্বামী তার সতীর্থদের নিয়ে থাকতেন, পরবর্তী সময়ে ঋষি মনিনাথ স্বামীর মৃত্যুর পর তাঁর সমাধিস্থলে একটি মন্দির স্থাপন করা হয়। সেই মন্দিরের অভ্যন্তরে কষ্টি পাথরে শিবলিঙ্গ রেখে পুজো পাঠ শুরু করা হয়েছিল, তা আজ থেকে প্রায় সাতশো বছর আগে রায় রাজা দেবনারায়ণ রায়ের হাত ধরে।
advertisement
আরও পড়ুনঃ ঐরাবতকূল কাছে এলেই বাজবে অ্যালার্ম, ডুয়ার্সের রেললাইনে বসছে সেনসেটিভ সেন্সর
আজও নিয়ম রীতি মেনে প্রতিদিন দুই বেলা শিবের পুজো অর্চনা চলে, পূর্বমুখী মন্দিরের ভিতরে রয়েছে কালো কষ্টি পাথরের শিবলিঙ্গ। জানা যায়, একসময় এটি দশনামী শৈব্যমঠ ছিল, সে সময় এই মন্দিরটি তারকেশ্বরের মহন্তদের দ্বারা পরিচালিত হত বলে জানা যায়।
advertisement
advertisement
বর্তমানে এটি স্থানীয় একটি ট্রাস্টি বোর্ড দ্বারা পরিচালিত হয়। এই ঠাকুরের নামে গড় ভবানীপুর বাজার, সেই বাজারের মালিকিনা রয়েছে ঠাকুরের। পাশাপাশি এর দেবত্ব সম্পত্তি রাজারা দান করে গেছেন, বেশ কিছু অংশ জমিতে এখনো চাষবাস হয়। তার যে রাজস্ব প্রাপ্য অর্থ এবং মন্দির সংলগ্ন পুকুর তার যে রাজস্ব সেই সমস্ত কিছু দিয়েই এই মন্দিরের পুজো আর্চনা চলে। প্রতিবছর বাংলার শ্রাবণ মাসের শেষ রবিবার মনিনাথ স্বামীর জন্মদিন উপলক্ষে বিশেষ অনুষ্ঠানের আয়োজন।
advertisement
রাকেশ মাইতি
view comments
বাংলা খবর/ খবর/হাওড়া/
Howrah News|| ঘরের পাশেই ৭০০ বছরের পুরনো গড় ভবানীপুরের এই মন্দির! আপনি মিস করেননি তো!
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement