অন্ডালের পটাশপুর গ্রাম। খনি অঞ্চলের মাঝে অবস্থিত। এক কথায় বলা চলে গ্রামের আশপাশেই রয়েছে ইসিএলের বিভিন্ন খনি। যার বেশিরভাগটাই পরিত্যক্ত। ২০২০ সালের ১৪ জুন এই গ্রামে নেমেছিল ভয়ঙ্কর ধস। মাটির নিচে চলে গিয়েছিল বেশ কয়েকটি বাড়ি। খনি গহ্বর থেকে বিষাক্ত ধোঁয়া বেরিয়ে গ্রাস করেছিল গোটা এলাকাকে। ঠিক সেই ঘটনার পুনরাবৃত্তি হচ্ছে আবার। ২২ ঘণ্টার বেশি সময় ধরে পটাশপুর গ্রামের খনি গহ্বর থেকে বিষাক্ত ধোঁয়া বের হচ্ছে। যা দেখে আতঙ্কিত হয়ে পড়েছেন স্থানীয়রা। ইসিএলের পক্ষ থেকে পুনর্বাসনের আশ্বাস দেওয়া হয়েছিল। কিন্তু তার ব্যবস্থা করা হয়নি বলে অভিযোগ।
advertisement
আরও পড়ুন-ঘূর্ণিঝড়ের তান্ডবে লন্ডভন্ড! ভাঙল একাধিক গাছ ও মাটির বাড়ি, বিরাট ক্ষয়ক্ষতিতে আতঙ্ক এলাকায়
আরও পড়ুন- ভয়াবহ ট্রেন দুর্ঘটনার পর ছিলেন নিখোঁজ, কীভাবে ফিরলেন বাড়িতে, জানলে চমকে যাবেন
এই বিষয়ে স্থানীয় এক মহিলা বলছেন, সারা রাত তারা দু’চোখের পাতা এক করতে পারেন নি। বাড়িতে ছোট ছোট ছেলেমেয়ে রয়েছে কখন ধস নামবে, এই আতঙ্কে এক ফোঁটা ঘুমাতে পারেন নি। তারা ব্যাপকভাবে চিন্তায় রয়েছেন। একই সুরে গ্রামের ওপর এক বাসিন্দা জানিয়েছেন, তিন বছর আগে হঠাৎ করেই পরিত্যক্ত খনি থেকে ধোঁয়া বের হতে দেখা গিয়েছিল। তারপরেই বিকট শব্দে ধস নামে। বহু বাড়ি মাটির নিচে চলে যায়। আবার সেই রকম ধোঁয়া বের হচ্ছে। তাই তারা আতঙ্কে ভুগছেন। ঘুমোতে পারছেন না। প্রশাসনের কাছে আবেদন জানিয়েছেন, যত দ্রুত সম্ভব তাদের পুনর্বাসনের ব্যবস্থা করা হোক। এই আতঙ্ক থেকে মুক্তি দেওয়া হোক তাদের।
Nayan Ghosh