পুরো আদালত চত্বর প্রচুর সংখ্যক পুলিশকর্মী ঘিরে রেখেছিলেন অপ্রীতিকর ঘটনা এড়িয়ে যেতে। উল্লেখ্য, গরু পাচার সংক্রান্ত মামলায় তৃণমূলের দাপুটে নেতা তথা বীরভূমের তৃণমূল জেলা মন্ডলকে গ্রেফতার করেছে সিবিআই। প্রথমে অনুব্রত মণ্ডলের দেহরক্ষী সাইগল হোসেনকে গ্রেফতার করে সিবিআই। তাকেও তোলা হচ্ছে আসানসোলের সিবিআই আদালতে। সাইগল হোসেনকে জেরা করে পাওয়া তথ্যের ভিত্তিতেই, তদন্তের স্বার্থে অনুব্রত মণ্ডলকে গ্রেফতার করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাটি।
advertisement
আরও পড়ুনঃ জন্মাষ্টমীতে গোপালপুরের গোপাল ঠাকুরের রাতভর পুজো পাঠ
গত সপ্তাহে অনুব্রত মণ্ডলকে গ্রেফতারের পর আসানসোলের সিবিআই আদালতে তোলা হলে, বিচারক সিবিআই হেফাজতের নির্দেশ দিয়েছিলেন। সেই হেফাজতের মেয়াদ শেষ হওয়ার পরে অনুব্রত মণ্ডলকে এদিন ফের আদালতে তোলা হয়। আর অনুব্রত মণ্ডলকে আদালতে আনার আগে থেকেই পুরো কোর্ট চত্বর নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছিল।
আরও পড়ুনঃ টানা বৃষ্টিতে জলমগ্ন দুর্গাপুরের তেতুলতলা কলোনি
কারণ প্রথমবার অনুব্রত মণ্ডলকে আদালতে তোলার সময় প্রচুর মানুষ ভিড় করেছিলেন। সমর্থক, বিরোধীরা একসঙ্গে মিশে গিয়েছিলেন। কেউ অনুব্রত মণ্ডলের হয়ে স্লোগান দিয়েছিলেন, কেউ আবার তার দিকে জুতো তাক করেছিলেন। সেই সমস্ত ঘটনা যাতে আবার না হয়, তার জন্য পুলিশ আগেভাগে সতর্ক হয়ে আসানসোল কোর্ট চত্বর নিরাপত্তার চাদরে মুড়ে ফেলেছিল।
Nayan Ghosh