TRENDING:

Paschim Bardhaman: অনুব্রতর জন্য নিরাপত্তার বজ্রআঁটুনি আসানসোল সিবিআই আদালতে

Last Updated:

সিবিআই হেফাজতে থাকা অনুব্রত মণ্ডলকে এদিন তোলা হয়েছিল আসানসোলের সিবিআই এর বিশেষ আদালতে। অনুব্রত মণ্ডলের আসানসোল আগমনকে কেন্দ্র করে কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছিল আসানসোল কোর্ট চত্বর।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#আসানসোল : সিবিআই হেফাজতে থাকা অনুব্রত মণ্ডলকে এদিন তোলা হয়েছিল আসানসোলের সিবিআই এর বিশেষ আদালতে। অনুব্রত মণ্ডলের আসানসোল আগমনকে কেন্দ্র করে কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছিল আসানসোল কোর্ট চত্বর। অনুব্রত মণ্ডলকে কোর্টে নিয়ে আসার কয়েক ঘন্টা আগে থেকেই সেখানে পুলিশ কর্মীরা গিয়ে হাজির হয়েছিলেন। কোর্ট চত্ত্বরের চতুর্দিকেই প্রচুর পরিমাণ পুলিশ কর্মী মোতায়েন করা হয়েছিল। অনুব্রত মণ্ডলকে প্রথমবার আসানসোলের সিবিআই আদালতে তোলার সময় বাইরে যে পরিস্থিতির সৃষ্টি হয়েছিল, সেই ঘটনার যাতে পুনরাবৃত্তি না হয়, তার জন্যই আগে থেকে সেখানে গিয়ে হাজির হয়েছিলেন পুলিশকর্মীরা।
advertisement

পুরো আদালত চত্বর প্রচুর সংখ্যক পুলিশকর্মী ঘিরে রেখেছিলেন অপ্রীতিকর ঘটনা এড়িয়ে যেতে। উল্লেখ্য, গরু পাচার সংক্রান্ত মামলায় তৃণমূলের দাপুটে নেতা তথা বীরভূমের তৃণমূল জেলা মন্ডলকে গ্রেফতার করেছে সিবিআই। প্রথমে অনুব্রত মণ্ডলের দেহরক্ষী সাইগল হোসেনকে গ্রেফতার করে সিবিআই। তাকেও তোলা হচ্ছে আসানসোলের সিবিআই আদালতে। সাইগল হোসেনকে জেরা করে পাওয়া তথ্যের ভিত্তিতেই, তদন্তের স্বার্থে অনুব্রত মণ্ডলকে গ্রেফতার করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাটি।

advertisement

আরও পড়ুনঃ জন্মাষ্টমীতে গোপালপুরের গোপাল ঠাকুরের রাতভর পুজো পাঠ

গত সপ্তাহে অনুব্রত মণ্ডলকে গ্রেফতারের পর আসানসোলের সিবিআই আদালতে তোলা হলে, বিচারক সিবিআই হেফাজতের নির্দেশ দিয়েছিলেন। সেই হেফাজতের মেয়াদ শেষ হওয়ার পরে অনুব্রত মণ্ডলকে এদিন ফের আদালতে তোলা হয়। আর অনুব্রত মণ্ডলকে আদালতে আনার আগে থেকেই পুরো কোর্ট চত্বর নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছিল।

advertisement

View More

আরও পড়ুনঃ টানা বৃষ্টিতে জলমগ্ন দুর্গাপুরের তেতুলতলা কলোনি

কারণ প্রথমবার অনুব্রত মণ্ডলকে আদালতে তোলার সময় প্রচুর মানুষ ভিড় করেছিলেন। সমর্থক, বিরোধীরা একসঙ্গে মিশে গিয়েছিলেন। কেউ অনুব্রত মণ্ডলের হয়ে স্লোগান দিয়েছিলেন, কেউ আবার তার দিকে জুতো তাক করেছিলেন। সেই সমস্ত ঘটনা যাতে আবার না হয়, তার জন্য পুলিশ আগেভাগে সতর্ক হয়ে আসানসোল কোর্ট চত্বর নিরাপত্তার চাদরে মুড়ে ফেলেছিল।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুজো শেষ হতেই ঝাঁকে ঝাঁকে পদ্মার ইলিশ! জলের দরে টাটকা মাছ না খেলেই নয়
আরও দেখুন

Nayan Ghosh

বাংলা খবর/ খবর/পশ্চিম বর্ধমান/
Paschim Bardhaman: অনুব্রতর জন্য নিরাপত্তার বজ্রআঁটুনি আসানসোল সিবিআই আদালতে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল