তাই ছট পুজোর আগে বেশ কিছুটা সময় বাকি থাকতেই জলাশয় সাফাইয়ের কাজ শুরু করা হয়েছে। স্থানীয় পঞ্চায়েতের উদ্যোগে শুরু হয়েছে এই ঘাট পরিষ্কারের কাজ। পাশাপাশি ঘাট পরিস্কারে উদ্যোগ নিয়েছেন ছট পুজো কমিটির সদস্যরা। স্থানীয় বাসিন্দা কার্তিক শেঠ জানিয়েছেন, গত দু'বছর করনার সময় এই জলাশয়ের ধারে ছট পুজোর আয়োজন করা হলেও, এ বছর কোরোনার প্রকোপ না থাকায়, প্রায় ৫০ থেকে ৬০ টি পরিবার এ বছর পুজোয় যোগদান করবেন।
advertisement
আরও পড়ুনঃ রেলগেটের যানজট থেকে মুক্তির আশায় কুলটি
ফলে ওই জলাশয়ে পুজো দেওয়ার জন্য সাধারণ মানুষের যাতে কোনও সমস্যা না হয়, তাই জলাশয় সাফাই করার কাজ শুরু হয়েছে।পাশাপাশি ওই এলাকায় মশা মারার স্প্রে করা হচ্ছে প্রতিনিয়ত। অন্যদিকেগোটা জলাশয়ের চারপাশ ব্লিচিং পাউডার ছড়ানো হয়েছে। কাঁকসা গ্রাম পঞ্চায়েতের প্রধান শুক্লা সিং জানিয়েছেন, প্রশাসনিক আধিকারিকরা ছট পুজোর ঘাট উদ্বোধন করবেন। তাই তার আগে গোটা ঘাটের চারপাশ সাজিয়ে তোলার কাজ শুরু হয়েছে।
Nayan Ghosh