Paschim Bardhaman News: রেলগেটের যানজট থেকে মুক্তির আশায় কুলটি

Last Updated:

আসানসোল ধানবাদ রুটের অন্যতম গুরুত্বপূর্ণ স্টেশন কোনটি কুলটি। কুলটি স্টেশন সংলগ্ন রেল গেটটি প্রায় সময় বন্ধ থাকে। আর তার জেরে বেশিরভাগ সময় সমস্যায় পড়তে হয় এলাকার মানুষজনকে।

+
title=

#কুলটি : আসানসোল ধানবাদ রুটের অন্যতম গুরুত্বপূর্ণ স্টেশন কোনটি কুলটি। কুলটি স্টেশন সংলগ্ন রেল গেটটি প্রায় সময় বন্ধ থাকে। আর তার জেরে বেশিরভাগ সময় সমস্যায় পড়তে হয় এলাকার মানুষজনকে। আপৎকালীন স্বাস্থ্য পরিষেবা, স্কুল-কলেজ, অফিস যাওয়ার সময় রেলগেট বন্ধ থাকার দরুন সমস্যায় পড়েন সাধারণ মানুষ থেকে স্কুল পড়ুয়া - সকলেই। তাই ওই জায়গায় একটি রেলগেট নির্মাণের দাবি রয়েছে অনেক দিনের। ইতিমধ্যেই একটি লিখিত আবেদনের মাধ্যমে আসানসোলের সাংসদ শত্রুঘ্ন সিনহার নজরে আনা হয়েছে বিষয়টি। ওই জায়গায় রেলগেট নির্মাণের আশ্বাসও দেওয়া হয়েছে।
তবে সূত্রের খবর, ওই জায়গায় রেলগেট নির্মাণের জন্য বর্তমানে বাধা হয়ে দাঁড়িয়েছে একটি করিডোর নির্মাণ। ওই জায়গায় করিডোর নির্মাণ হয়ে গেলেই ব্রিজ নির্মাণের সমস্যা দূর হবে বলে জানা গিয়েছে। সূত্রের খবর, ইতিমধ্যেই বিষয়টি নিয়ে রেল বোর্ডের সঙ্গে আলোচনা শুরু করছেন শত্রুঘ্ন সিনহা। পাশাপাশি আসানসোলের মেয়র বিধান উপাধ্যায়, রাজ্যের মন্ত্রী মলয় ঘটক, স্থানীয় বিধায়ক উজ্জ্বল চ্যাটার্জি সহ জেলা প্রশাসনের কর্তারাও বিষয়টির দিকে নজর দিয়েছেন। যার ফলে সমস্যা সমাধানের আশায় বুক বাঁধছেন কুলটির মানুষ।
advertisement
আরও পড়ুনঃ ঝুলন্ত রেস্তোরাঁ, বিশালাকার নেতাজি মূর্তি! কোন শহরে হচ্ছে জানেন?
বিষয়ে স্থানীয় কাউন্সিলর জানিয়েছেন, আসানসোল লোকসভা কেন্দ্রের উপনির্বাচনের সময় বিষয়টি শত্রুঘ্ন সিনহাকে জানানো হয়েছিল। পরবর্তী ক্ষেত্রে তাকে একটি লিখিত আবেদন পত্র জমা দেওয়া হয়েছে। তাছাড়াও রাজ্যের মন্ত্রী, স্থানীয় বিধায়ককে আবেদন পত্র দেওয়া হয়েছে। জানা গিয়েছে, বিষয়টি নিয়ে ইতিমধ্যেই আসানসোলের সাংসদ রেল দফতরের সঙ্গে আলোচনা করছেন। তাই স্থানীয় মানুষজন আশা করছেন, দ্রুত কুলটির রেলগেট যানজট সমস্যা থেকে মুক্তি পাবেন এলাকার মানুষ।
advertisement
advertisement
 
 
Nayan Ghosh
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিম বর্ধমান/
Paschim Bardhaman News: রেলগেটের যানজট থেকে মুক্তির আশায় কুলটি
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement