পানাগড় বাজারে বিএসএনএল অফিসের নিচেই আছে একটি আধার সেবা কেন্দ্র। কয়েক মাস আগে একটি বেসরকারি সংস্থার উদ্যোগে সরকারি অনুমোদন ক্রমে এই আধার সেবা কেন্দ্রটি চালু হয়। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এই আধার সেবা কেন্দ্রে কোনরকম পরিষেবা পেতে হলে ন্যূনতম ২০০ টাকা খরচ করতে হচ্ছে। নতুন আধার কার্ড করানো থেকে শুরু করে আধার কার্ড সংশোধন সবকিছুতেই চাওয়া হচ্ছে ২০০ টাকা। কিন্তু কেন এই ২০০ টাকা নেওয়া হচ্ছে তার কোনও সদুত্তর পাওয়া যায়নি। এই অতিরিক্ত অর্থ নেওয়ার কোনও বিল দেওয়া হচ্ছে না। যদিও আধার সেবা কেন্দ্রের সামনে টাঙানো আছে সরকারি রেট চার্ট। কিন্তু সেটা যে শুধুই দেখনদারি। এই নিয়ে প্রশ্ন করলে ওই আধার সেবা কেন্দ্রের সেন্টার ইনচার্জের একটাই কথা, ২০০ টাকা না দিলে কোনও কাজ হবে না! এই নিয়ে ছড়িয়েছে চরম উত্তেজনা।
advertisement
আরও পড়ুন: জঙ্গলের আগুন নেভাতে এবার পাহাড়ের মাথায় জলের ভাণ্ডার
এই বিষয়ে সেন্টার ইনচার্জ বা আধাল সেবা কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত সংস্থার কেউ মুখ খুলতে চাননি সংবাদ মাধ্যমের সামনে। তবে গ্রাহকরা এই বিষয়ে রীতিমত ক্ষুব্ধ। তাঁরা আধার সেবা কেন্দ্রের সামনে জড়ো হয়ে বিক্ষোভ দেখিয়েছেন। এমনকি অতিরিক্ত টাকা নেওয়ার বিষয়ে কথা বলতে যাওয়ায় গ্রাহকদের হেনস্থা করার অভিযোগও উঠেছে ওই আধার সেবা কেন্দ্রের বিরুদ্ধে। এই বিষয়ে প্রশাসনে হস্তক্ষেপ চেয়েছেন এলাকার মানুষ।
নয়ন ঘোষ