Bankura News: জঙ্গলের আগুন নেভাতে এবার পাহাড়ের মাথায় জলের ভাণ্ডার
- Published by:Ananya Chakraborty
- news18 bangla
Last Updated:
প্রতি বছরই বাঁকুড়ার বিভিন্ন জায়গার বনাঞ্চলে আগুন লাগার ঘটনা ঘটে। এতে মারাত্মক ক্ষতিগ্রস্ত হয় বনাঞ্চল ও বন্যপ্রাণীদের একাংশ। চলতি বছরেও দোলের পরের দিনই শুশুনিয়া পাহাড়ের বড় চূড়োর বিস্তীর্ণ অঞ্চলজুড়ে আগুন লাগে।
বাঁকুড়া: এবার এক ঢিলে দুই পাখি মারতে চলেছে বাঁকুড়া উত্তর বনবিভাগ। ভয় পাবেন না, সত্যি সত্যি পাখি মারছে না বনবিভাগ। পাহাড় ও পাহাড় সংলগ্ন জঙ্গলে আগুন লাগার ঘটনা ঠেকাতে এবার শুশুনিয়া পাহাড়ের মাথাতেই বসতে চলেছে ওয়াটার রিজার্ভার। সেই সঙ্গে গ্রীষ্মে বন্যপ্রাণীদের তৃষ্ণা নিবারণের কাজেও সহায়ক হবে এই ওয়াটার রিজার্ভার।
প্রতি বছরই বাঁকুড়ার বিভিন্ন জায়গার বনাঞ্চলে আগুন লাগার ঘটনা ঘটে। এতে মারাত্মক ক্ষতিগ্রস্ত হয় বনাঞ্চল ও বন্যপ্রাণীদের একাংশ। চলতি বছরেও দোলের পরের দিনই শুশুনিয়া পাহাড়ের বড় চূড়োর বিস্তীর্ণ অঞ্চলজুড়ে আগুন লাগে। পুড়ে ছাই হয় বনাঞ্চলের একটি বড় অংশ। বাস্তুহারা হতে হয় অগণিত বন্যপ্রাণীকে। আগুন নেভাতে এসে আগুনের তাপে হিমশিম খেতে হয় বনকর্মীদের। তাই এবার পাহাড়ের চূড়োতেই বসতে চলেছে ওয়াটার রিজার্ভার। পাহাড়ের নিচের জলাশয় থেকে পাইপ দিয়ে তোলা হবে জল। আর সেই জল দিয়েই আপৎকালীন সময়ে নেভানো হবে জঙ্গলে লাগা আগুন। এমনই পরিকল্পনা করেছে বাঁকুড়া উত্তর বনবিভাগের ছাতনা রেঞ্জ।
advertisement
advertisement
এই বিষয়ে ছাতনা রেঞ্জের রেঞ্জ অফিসার ঈশা বোস জানান, মোট ৬ টি ওয়াটার রিজার্ভার বসতে চলেছে পাহাড়ের চূড়োয়। জঙ্গলে আগুন লাগলে এগুলি অগ্নি নির্বাপকের কাজ করবে। আবার গ্রীষ্মে এই জল পান করে তৃষ্ণা নিবারণ করতে পারবে বন্যপ্রাণীরা। অগ্নি নির্বাপনের কাজে নিযুক্ত বনকর্মীদের প্রয়োজনীয় জলের যোগান দেবে এই ওয়াটার রিজার্ভার।
advertisement
ইতিমধ্যেই ওয়াটার রিজার্ভার তৈরির কাজ শুরু হয়ে গিয়েছে। দ্রুত ৬ টি ওয়াটার রিজার্ভারই তৈরি করে ফেলা হবে বলে জানা গিয়েছে।
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
March 11, 2023 12:17 PM IST
