হোম /খবর /হুগলি /
রাতে সবাই ঘুমিয়ে পড়লেই চুপিচুপি শুরু হয় এই কাজ! জেনে ফুঁসে উঠল সকলে

Hooghly News: রাতের অন্ধকারে চুপি চুপি পুকুর ভরাট, উত্তাল এলাকা

X
title=

এই হালদার পুকুরটি অনেক দিনের। রাতে সকলের ঘুমিয়ে পড়ার সুযোগ নিয়ে কে বা কারা ট্রাক্টরে করে মাটি এনে পুকুরটা বোজানোর চেষ্টা করছে। এই পুকুর ভরাট করা চলবে না বলে শ্রীনিকেতন পল্লির সকল বাসিন্দা দাবি তুলেছেন।

  • Share this:

হুগলি: রাতের অন্ধকারে পুকুর ভরাটের অভিযোগে ব্যাপক শোরগোল আরামবাগে। ঘটনাটি আরামবাগ পুরসভার ১৩ নম্বর ওয়ার্ডের শ্রীনিকেতন পল্লির। স্থানীয় বাসিন্দাদের দাবি, গভীর রাতে মাটি ফেলে এলাকার হালদার পুকুর ভরাট করছে দুষ্কৃতীরা। জেসিবি ও ট্রাক্টরে করে অন্য জায়গা থেকে মাটি নিয়ে আসা হচ্ছে।

স্থানীয় বাসিন্দা প্রশান্তবাবু বলেন, শ্রীনিকেতন পল্লিতে গত ৪০ বছর ধরে বসবাস করছি। এই হালদার পুকুরটি অনেক দিনের। রাতে সকলের ঘুমিয়ে পড়ার সুযোগ নিয়ে কে বা কারা ট্রাক্টরে করে মাটি এনে পুকুরটা বোজানোর চেষ্টা করছে। এই পুকুর ভরাট করা চলবে না বলে শ্রীনিকেতন পল্লির সকল বাসিন্দা দাবি তুলেছেন। তাঁরা বিষয়টি নিয়ে প্রশাসনের দ্বারস্থ হবেন বলে জানান।

আরও পড়ুন: মধ্যরাতের নাকা চেকিংয়ে উদ্ধার লক্ষাধিক টাকার গাঁজা, গ্রেফতার ২

এই বিষয়ে আরামবাগ পুরসভার প্রশাসক সমীর ভাণ্ডারি বলেন, সংবাদমাধ্যমের কাছ থেকে বিষয়টি প্রথম শুনলাম। পুকুর ভরাট ঠেকাতে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন তিনি। এদিকে বিজেপি কাউন্সিলর বিশ্বজিৎ ঘোষের অভিযোগ, পুকুর ভরাটের পিছনে শাসকদলের হাত আছে। তারাই টাকা নিয়ে এই কাজ করছে। তিনি বিষয়টি প্রশাসনিক মহলে জানাবেন বলে জানান।

শুভজিৎ ঘোষ

Published by:kaustav bhowmick
First published:

Tags: Arambag, Hooghly news, Pond