দুর্গাপুরের বেনাচিতির প্রান্তিকা তালতলা বস্তি এলাকায় শুক্রবার সকাল সাড়ে দশটা নাগাদ হঠাৎ আগুন লাগে। এলাকার বাড়িগুলিতে থাকা বেশ কয়েকটি গ্যাস সিলিন্ডার আগুনের তাপে ফেটে যায়। এর ফলে আগুন যেমন আরও ছড়িয়ে পড়ে, তেমনই ব্যাপক আতঙ্ক ছড়ায় এলাকায়। আগুন লাগার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় দমকলের পাঁচটি ইঞ্জিন। পৌঁছে যান আসানসোল-দুর্গাপুরের ডেপুটি পুলিশ কমিশনারও। দমকলকর্মীরা বেশ কয়েক ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। সম্ভব হয়েছে। তবে ভয়াবহ এই অগ্নিকাণ্ডের জেরে প্রাণহানি বা আহত হওয়ার ঘটনা ঘটেনি। বাড়িগুলির বাসিন্দাদের নিরাপদে বাইরে বের করে আনা সম্ভব হয়েছে। যদিও এই অগ্নিকাণ্ডের জেরে বস্তির বাসিন্দারা আশ্রয় হারিয়েছেন।
advertisement
আরও পড়ুন: সীমান্তরক্ষী বাহিনীর ডগ-শো, তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করল ভীমপুরের মানুষ
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বস্তিতে আগুন লাগার বিষয়টি প্রথমে বাসিন্দারা বুঝতে পারেননি। তার আগেই আগুন চারিদিকে ছড়িয়ে পড়ে। কীভাবে এই আগুন লাগল তা এখনও পর্যন্ত জানা যায়নি। দমকল ঘটনার তদন্ত শুরু করেছে।
স্থানীয় বাসিন্দাদের দাবি, বস্তিটি খুব ঘিঞ্জি, তাছাড়া রাস্তার সর্বত্র বিদ্যুতের তার ছড়িয়ে থাকায় যে কোনও মুহূর্তে বড় বিপদ ঘটতে পারে।
নয়ন ঘোষ