শ্বাসকষ্টে ভোগা বাঁকুড়ার মুকুটমনিপুরের বাসিন্দা বাদোলি কর্মকার প্রাণ হারিয়েছেন অক্সিজেনের অভাবে। রোগীর পরিবারের সদস্যদের দাবি, মৃত বাদোলি কর্মকারকে গত শনিবার দুর্গাপুর ইএসআই হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। ভর্তি করানো হয়েছিল হৃদ যন্ত্রের সমস্যা ও শ্বাসকষ্ট নিয়ে। কিন্তু হাসপাতালে ভর্তি করানোর পর ওই রোগীর অবস্থার অবনতি হয়। তখন তাকে দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তর করা হয়। অভিযোগ হাসপাতালের অ্যাম্বুলেন্সে ওই রোগীকে বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য প্রস্তুত হয়েছিলেন পরিবারের সদস্যরা।
advertisement
কিন্তু পরিবারের সদস্যদের অভিযোগ, অ্যাম্বুলেন্সে যে অক্সিজেন সিলিন্ডার ছিল, তাতে অক্সিজেন ছিল না। দ্বিতীয় যে অক্সিজেন সিলিন্ডার দেওয়া হয়, সেটিও ফাঁকা ছিল বলে অভিযোগ। রোগীর পরিবারের সদস্যদের দাবি, বাদোলি কর্মকার বারবার শ্বাসকষ্টের কথা বলছিলেন, অক্সিজেন চাইছিলেন। তারপর অ্যাম্বুলেন্সেই তার মৃত্যু হয়েছে। যদিও তৃতীয় একটি অক্সিজেন সিলিন্ডার দেওয়া হয়েছিল। তবে ততক্ষণে রোগী মারা গিয়েছেন বলে পরিবারের সদস্যদের দাবি।
আরও পড়ুনঃ রক্তদান শিবিরের আমন্ত্রণ যায়নি! কুলটি কলেজে ছাত্র গোষ্ঠীর সংঘর্ষ
অন্যদিকে, এই বিষয়টি নিয়ে ইএসআই হাসপাতালের সুপার জানিয়েছেন, বিভাগীয় তদন্ত হবে। যেহেতু অভিযোগ উঠেছে। যদি এক্ষেত্রে গাফিলতি ধরা পড়ে, তাহলে উপযুক্ত শাস্তিমূলক পদক্ষেপ করা হবে। তবে রোগীর পরিবার যে ফাঁকা অক্সিজেন সিলিন্ডার দেওয়ার কথা বলেছেন, সেই বিষয়ে হাসপাতালের সুপার জানিয়েছেন, তিনি যখন অভিযোগ পেয়ে অ্যাম্বুলেন্স এর কাছে যান। তখন যে সিলিন্ডারটি দেখেছেন, তাতে অক্সিজেন ছিল। পাশাপাশি অক্সিজেন মাস্কও ঠিকঠাক ছিল।
আরও পড়ুনঃ মৃত কনস্টেবলকে শেষ শ্রদ্ধা, কফিনবন্দী দেহ গেল উত্তরপ্রদেশের বাড়ি
তবে রোগীর পরিবারের সদস্যদের দাবি, ওই সিলিন্ডার দেওয়ার আগেই দুটি ফাঁকা সিলিন্ডার দেওয়া হয়েছিল। যা নিয়ে রীতিমতো উত্তাল হয়েছে দুর্গাপুর। গুরুতর অবস্থার রোগীকে এই ফাঁকা অক্সিজেন সিলিন্ডার দেওয়ার কাণ্ড দেখে অনেক রোগীর পরিবার পরিজন রীতিমতো আতঙ্কিত। পাশাপাশি মৃত রোগীর পরিবারের লোকজন, এই ঘটনায় যাদের গাফিলতি রয়েছে, তাদের উপযুক্ত শাস্তির দাবি জানিয়েছেন।
Nayan Ghosh





