TRENDING:

Asansol News : রক্তদানের আর্জি নিয়ে কেরল থেকে আসানসোলে ২১ হাজার কিলোমিটার পদযাত্রা

Last Updated:

রক্ত দানের সচেতনতার বার্তা দেশের প্রতিটি প্রান্তে পৌঁছে দিতে ২১ হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়েছেন কিরণ ভার্মা। তিনি কেরল থেকে যাত্রা শুরু করে আসানসোল এসে পৌঁছেছেন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
আসানসোল: রক্তদান জীবন দান। এই কথাটা আমরা বারবার শুনে এসেছি। বর্তমানে মানুষের মধ্যে রক্তদান নিয়ে সচেতনতা বৃদ্ধি পেয়েছে অনেকটাই। সেই সচেতনতার বার্তা দেশের প্রতিটি প্রান্তে পৌঁছে দিতে ২১ হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়েছেন কিরণ ভার্মা। কেরল থেকে যাত্রা শুরু করেছিলেন তিনি। দীর্ঘ পথ হাঁটতে হাঁটতে তিনি এসে পৌঁছেছেন আসানসোলে। এখনও বাকি রয়েছে যাত্রা। আসানসোল থেকে তিনি পৌঁছবেন উত্তরবঙ্গে। আর রাস্তায় জুড়ে ছড়িয়ে দেবেন রক্তদান নিয়ে সচেতনতার বার্তা।
advertisement

এই বিষয়ে কিরণ ভার্মা জানিয়েছেন, রক্তদানের মাধ্যমে সমাজের প্রতি আমাদের যে দায়বদ্ধতা, তা পালন করা সম্ভব। রক্তদান নিয়ে মানুষ এখন অনেক সচেতন হয়েছেন। রক্তদান করে অনেক মুমূর্ষ রোগীকে বাঁচানো যায়। গ্রীষ্মকালে এমনিতেই অনেক জায়গায় রক্তের সংকট দেখা দেয়। তবে বহু সংস্থার উদ্যোগে বর্তমানে রক্তদান শিবিরের আয়োজন করা হচ্ছে। জেলা প্রশাসনের উদ্যোগে রক্তদান শিবিরের আয়োজন করা হচ্ছে। এই অবস্থায় যদি সাধারণ মানুষ আরও একটু বেশি সচেতন হন, তাহলে রক্তের সংকট দেখা যাবে না। বহু মানুষ সুস্থ হয়ে উঠবেন রক্ত পেয়ে। রক্তের অভাবে কাউকে আর মৃত্যুর দিকে এগিয়ে যেতে হবে না।

advertisement

আরও পড়ুনঃ ভয়ঙ্কর স্মৃতি ভুলে আবার চুরি হচ্ছে গারুই নদী! আসানসোলের ভবিষ্যৎ নিয়ে শঙ্কা

অন্যদিকে, সম্প্রতি ওড়িশায় যে ট্রেন দুর্ঘটনা হয়েছে, তা নিয়ে দুঃখ প্রকাশ করেছেন কিরণ ভার্মা। পাশাপাশি তিনি বলেছেন, দুর্ঘটনা গ্রস্থদের পাশে দাঁড়াতে যেভাবে এক রাতের মধ্যে বহু মানুষ রক্তদানের জন্য এগিয়ে এসেছেন, সেখান থেকেই প্রমাণিত হচ্ছে মানুষ এখন রক্তদান সম্পর্কে অনেক সচেতন। গোটা দেশ দুর্ঘটনাগ্রস্থ মানুষগুলির পাশে দাঁড়িয়েছেন। তাই রক্তদাতা সকলকে ধন্যবাদ জানিয়েছেন তিনি। পাশাপাশি আহতদের দ্রুত সুস্থতা কামনা করেছেন তিনি।

advertisement

View More

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

Nayan Ghosh

বাংলা খবর/ খবর/পশ্চিম বর্ধমান/
Asansol News : রক্তদানের আর্জি নিয়ে কেরল থেকে আসানসোলে ২১ হাজার কিলোমিটার পদযাত্রা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল