এই বিষয়ে কিরণ ভার্মা জানিয়েছেন, রক্তদানের মাধ্যমে সমাজের প্রতি আমাদের যে দায়বদ্ধতা, তা পালন করা সম্ভব। রক্তদান নিয়ে মানুষ এখন অনেক সচেতন হয়েছেন। রক্তদান করে অনেক মুমূর্ষ রোগীকে বাঁচানো যায়। গ্রীষ্মকালে এমনিতেই অনেক জায়গায় রক্তের সংকট দেখা দেয়। তবে বহু সংস্থার উদ্যোগে বর্তমানে রক্তদান শিবিরের আয়োজন করা হচ্ছে। জেলা প্রশাসনের উদ্যোগে রক্তদান শিবিরের আয়োজন করা হচ্ছে। এই অবস্থায় যদি সাধারণ মানুষ আরও একটু বেশি সচেতন হন, তাহলে রক্তের সংকট দেখা যাবে না। বহু মানুষ সুস্থ হয়ে উঠবেন রক্ত পেয়ে। রক্তের অভাবে কাউকে আর মৃত্যুর দিকে এগিয়ে যেতে হবে না।
advertisement
আরও পড়ুনঃ ভয়ঙ্কর স্মৃতি ভুলে আবার চুরি হচ্ছে গারুই নদী! আসানসোলের ভবিষ্যৎ নিয়ে শঙ্কা
অন্যদিকে, সম্প্রতি ওড়িশায় যে ট্রেন দুর্ঘটনা হয়েছে, তা নিয়ে দুঃখ প্রকাশ করেছেন কিরণ ভার্মা। পাশাপাশি তিনি বলেছেন, দুর্ঘটনা গ্রস্থদের পাশে দাঁড়াতে যেভাবে এক রাতের মধ্যে বহু মানুষ রক্তদানের জন্য এগিয়ে এসেছেন, সেখান থেকেই প্রমাণিত হচ্ছে মানুষ এখন রক্তদান সম্পর্কে অনেক সচেতন। গোটা দেশ দুর্ঘটনাগ্রস্থ মানুষগুলির পাশে দাঁড়িয়েছেন। তাই রক্তদাতা সকলকে ধন্যবাদ জানিয়েছেন তিনি। পাশাপাশি আহতদের দ্রুত সুস্থতা কামনা করেছেন তিনি।
Nayan Ghosh