West Bardhaman News: ভয়ঙ্কর স্মৃতি ভুলে আবার চুরি হচ্ছে গারুই নদী! আসানসোলের ভবিষ্যৎ নিয়ে শঙ্কা

Last Updated:

আসানসোলে গারুই নদীর উপর অবৈধভাবে সেতু নির্মাণ করে চলছে জমি প্লটিংয়ের কাজ। এই চাঞ্চল্যকর খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে যান আসানসোল পুরনিগমের আধিকারিকরা।

+
title=

পশ্চিম বর্ধমান: ভুল থেকে শিক্ষা নেয় না মানুষ। তাই ঘটা করে পরিবেশ দিবস পালন করলে, অত্যধিক গরম পড়লেই গাছ লাগানো নিয়ে আলোচনা করলেও পরের দিনই আবার সে ধ্বংসলীলায় মেতে ওঠে। এই যেমন, বছর কয়েক আগে আসানসোলের গারুই নদী জবরদখল, তার উপর বেআইনি নির্মাণের জেরে বর্ষায় ভয়াবহ বন্যার সম্মুখীন হয়েছিল শহরবাসী। তারপর তৎপর হয়ে প্রশাসনের পক্ষ থেকে বেশ কিছু বেআইনি নির্মাণ ভেঙে ফেলা হয়। কিন্তু যাবতীয় ভয়াবহ স্মৃতি ভুলে গিয়ে ফের সেই গারুই নদী জবরদখল শুরু হয়েছে। বিশেষজ্ঞদের আশঙ্কা, এই ধ্বংসযজ্ঞের ফলে আগামী বর্ষায় আবার ডুবতে পারে আসানসোল।
আসানসোলে গারুই নদীর উপর অবৈধভাবে সেতু নির্মাণ করে চলছে জমি প্লটিংয়ের কাজ। এই চাঞ্চল্যকর খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে যান আসানসোল পুরনিগমের আধিকারিকরা। হাজির ছিলেন সেচ দফতরের আধিকারিকরাও। সেখানকার কাণ্ডকারখানা দেখে চোখ কপালে ওঠার জোগাড় হয় সরকারি কর্তাদের। প্রশ্ন উঠছে, প্রশাসনের নজর এড়িয়ে নাকের ডগায় বসে কীভাবে আবার এই নদী দখলের কাজ শুরু হয়েছে? অভিযোগের তির একটি বেসরকারি সংস্থার দিকে।
advertisement
advertisement
এই গারুই নদীর উপর বিশেষভাবে নির্ভরশীল আসানসোল শহর। শহরের নিকাশি ব্যবস্থার প্রাণ ভোমরা হল এই নদী। এই নদী মজে গেলে বা জবরদখল হয়ে গেলে আসানসোল শহরের জল বেরোনোর আর কোনও পথ থাকবে না। কিন্তু এই বিষয়টি নিয়ে শহরের বাসিন্দাদের একাংশ যে সচেতন নন তা এই ঘটনা আরও একবার প্রমাণ করে দিল।
advertisement
নয়ন ঘোষ
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিম বর্ধমান/
West Bardhaman News: ভয়ঙ্কর স্মৃতি ভুলে আবার চুরি হচ্ছে গারুই নদী! আসানসোলের ভবিষ্যৎ নিয়ে শঙ্কা
Next Article
advertisement
দুর্গাপুর স্টেশনে গেলে আর ফিরতে ইচ্ছে হবে না! ২৪ ঘণ্টা মিলবে পানীয় জল আর অফুরন্ত খাবার
দুর্গাপুর স্টেশনে গেলে আর ফিরতে ইচ্ছে হবে না! ২৪ ঘণ্টা মিলবে পানীয় জল আর অফুরন্ত খাবার
  • দুর্গাপুর স্টেশনে ২৪ ঘণ্টা ভেন্ডিং মেশিনে স্বাস্থ্যকর খাবার ও পানীয় পাওয়া যাবে

  • UPI-দিয়ে সহজেই পেমেন্ট করা যাবে

  • দুর্গাপুর স্টেশন স্মার্ট, পরিষ্কার এবং যাত্রী-সহযোগী স্টেশন হয়ে উঠছে

VIEW MORE
advertisement
advertisement