TRENDING:

Maha Ashtami 2023 : বৃষ্টি নামার আগেই দেখে নিন জেলার কিছু সেরা মণ্ডপ, আর ঘুরে আসুন

Last Updated:

দুর্গাপুরের জনপ্রিয় পুজোগুলির মধ্যে আরেকটি বিধাননগরের সেক্টর টু সি। বিগত কয়েক বছর ধরেই এই ক্লাবের পুজো শহরবাসীর নজরে রয়েছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
আসানসোল ও দুর্গাপুর, পশ্চিম বর্ধমান : সপ্তমীর পর মহা অষ্টমীতেও জেলার বিভিন্ন মণ্ডপে মানুষজনের ভিড়। অঞ্জলি দেওয়ার ব্যস্ততা। একই সঙ্গে রয়েছে বৃষ্টির আশঙ্কা। তাই আগেভাগেই সমস্ত মণ্ডপ এবং প্রতিমা দর্শন করে রাখতে চাইছেন মানুষ। যাতে বৃষ্টি হলেও মণ্ডপ দেখতে না পাওয়ার আফসোস মনে না থাকে। আপনিও জেনে নিন জেলার কিছু সেরা মণ্ডপ সম্বন্ধে। আর ঘুরে আসুন বৃষ্টি নামার আগেই।
advertisement

চলতি বছরের দুর্গা পুজোয় পশ্চিম বর্ধমান জেলায় বেশ কিছু মণ্ডপ চমক দিয়েছে। কোনও উদ্যোক্তারা চমক দিয়েছেন প্রতিমায়। কেউ আবার থিমে। কেউ টেক্কা দেওয়ার চেষ্টা করেছেন আলোকসজ্জায়। তো কেউ সাবেকিয়ানাতেই বাজিমাত করতে চেয়েছেন। তবে চলতি বছরে দুর্গা পুজোর আগে থেকেই যে পুজোগুলি নিয়ে মানুষ উৎসাহ ছিল, তার মধ্যে একটি চিত্তরঞ্জনের সিমজুরির দুর্গাপুজো। কারণ এখানে চলতি বছরের থিম চন্দ্রযান তিন। মণ্ডপটিকে সুক্ষভাবে সাজানো হয়েছে। চন্দ্রযান মিশনের বিভিন্ন ছোট ছোট বিষয়গুলিকে মণ্ডপের মধ্যে তুলে ধরা হয়েছে। এখানে দেবী যেন চাঁদের দেশে পা রেখেছেন।

advertisement

আবার দুর্গাপুরের, সি জোন বুদ্ধ বিহার পুজো কমিটি তুলে ধরেছে এক টুকরো পুরুলিয়া। এ বছর তাদের থিম ছৌরুপিনী জগৎ জননী। পুরুলিয়ার ছৌ নাচের বেশি সেজে উঠেছে গোটা মণ্ডপ। আবার ছৌ নাচে আমরা যেরকম দেবীর মুখোশ দেখতে অভ্যস্ত, সেই ধাঁচে গড়ে তোলা হয়েছে প্রতিমা সঙ্গে রয়েছে মানানসই আলোকসজ্জা। যা দর্শকদের নজর কাটছে সহজেই।

advertisement

দুর্গাপুরের জনপ্রিয় পুজোগুলির মধ্যে আরেকটি বিধাননগরের সেক্টর টু সি। বিগত কয়েক বছর ধরেই এই ক্লাবের পুজো শহরবাসীর নজরে রয়েছে। প্রত্যেক বছর অভিনব থিমের ভাবনায় তারা দর্শকদের নতুন চমক দেন। এ বছরও তার অন্যথা হয়নি। দর্শকদের প্রত্যাশা পূরণে এ বছর সেক্টর টু সি গড়ে তুলেছে যোধপুর প্যালেস। যত সূক্ষ্মভাবে এই মণ্ডপটিকে সাজানো হয়েছে, তার থেকে বেশি সূক্ষ্ম নজর দেওয়া হয়েছে এই মণ্ডপের আলোক সজ্জার দিকে। যদিও মণ্ডপে রয়েছে সাবেকি প্রতিমা। সবমিলিয়ে এই মন্ডপও পুজোর প্যান্ডেল হপিংয়ের তালিকায় জায়গা করে নিয়েছে।

advertisement

View More

সেরা ভিডিও

আরও দেখুন
​'শুভ বিজয়া' সন্দেশ স্পেশালে মন মজেছে জনতার! বর্ধমানের মিষ্টির দোকানে ভিড়
আরও দেখুন

Nayan Ghosh

বাংলা খবর/ খবর/পশ্চিম বর্ধমান/
Maha Ashtami 2023 : বৃষ্টি নামার আগেই দেখে নিন জেলার কিছু সেরা মণ্ডপ, আর ঘুরে আসুন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল