আমানি ডাঙ্গায় অনুষ্ঠিত এই দুয়ারে সরকার ক্যাম্পে কাঁকসা গ্রাম পঞ্চায়েতের প্রধান শুক্লা সিং ছাড়াও উপস্থিত ছিলেন কাঁকসার বিডিও ও পঞ্চায়েত সমিতির আধিকারিকরা। ছিলেন কাঁকসার ভূমি ও ভূমি রাজস্ব দফতরের আধিকারিকও। এদিনের এই দুয়ারে সরকার ক্যাম্প সম্পর্কে কাঁকসা গ্রাম পঞ্চায়েতের প্রধান শুক্লা সিং জানিয়েছেন, রাজ্য সরকারের উন্নয়নমূলক প্রকল্পের পাশাপাশি যে সমস্ত মহিলারা লক্ষীর ভান্ডার প্রকল্পের আবেদন করেছেন, মুখমন্ত্রীর নির্দেশ মতো তাদের স্বাস্থ্যসাথী কার্ড না থাকলেও আবেদন পত্র জমা নেওয়া হচ্ছে।
advertisement
আরও পড়ুনঃ দিল্লিতে স্বচ্ছ বিদ্যালয়ের পুরস্কার পেলেন দুর্গাপুরের প্রধান শিক্ষক
তবে অধিকাংশ মানুষই লক্ষীর ভান্ডার, স্বাস্থ্য সাথী প্রকল্পের আবেদন জমা করে দিয়েছেন। সেই কারণে দুয়ারে সরকার লক্ষীর ভান্ডার ক্যাম্পে সেই অর্থে মানুষের ভিড় লক্ষ্য করা যাচ্ছে না। তবে অন্যান্য যে সমস্ত সুবিধা গুলি বর্তমানে দুয়ারে সরকার ক্যাম্প থেকে দেওয়া হচ্ছে, সেই সমস্ত সুবিধা গ্রহণের জন্য বহু মানুষ ভিড় করছেন। তবে এদিন আমানিডাঙ্গার দুয়ারে সরকার ক্যাম্পে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবিরে হাজির হয়েছিলেন স্থানীয় বহু মানুষ।
Nayan Ghosh