TRENDING:

Paschim Bardhaman News: চলে যাচ্ছেন মা! ভক্তের কান্না দেখে চোখে জল আসবে আপনারও!

Last Updated:

দুর্গাপুজো হোক কি কালীপুজো, বছরে মা আসেন একবার। তার চলে যাওয়ার সময় ভক্তদের মন খারাপ হওয়াটাই স্বাভাবিক। কিন্তু এমন অনেক ভক্ত রয়েছেন, যারা এই মায়ের গমন মেনে নিতে পারেন না। সহজে মন খারাপের কাছে পরাজিত হন তারা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#দুর্গাপুর : দুর্গাপুজো হোক কি কালীপুজো, বছরে মা আসেন একবার। তার চলে যাওয়ার সময় ভক্তদের মন খারাপ হওয়াটাই স্বাভাবিক। কিন্তু এমন অনেক ভক্ত রয়েছেন, যারা এই মায়ের গমন মেনে নিতে পারেন না। সহজে মন খারাপের কাছে পরাজিত হন তারা। আর তখনই চোখ দিয়ে নেমে আসে জল। এমনই ছবি ধরা পড়েছে দুর্গাপুরের বিধান স্পোটিং ক্লাবে। যেখানে এক ভক্ত ঘট বিসর্জনের পর কান্নায় ভেঙে পড়েছেন। আশপাশের অনেকেই আশ্বস্ত করেছেন, আসছে বছর আবার হবে। কিন্তু ভক্তের মন মানেনি সেই আশ্বাসে। রীতিমতো কান্নায় ভেঙে পড়েছিলেন তিনি। দেবীর সামনে বসে হাঁটু মুড়ে কান্নায় ভেঙে পড়তে দেখা দিয়েছে তাকে।
advertisement

পুজো উদ্যোক্তাদের সূত্রে জানা গিয়েছে, ওই ভক্তের নাম পাপ্পু। তিনি স্থানীয় বাসিন্দা এবং পুজোর সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। তবে মায়ের গমনে ভক্তের এই কান্নার হৃদয়বিদারক ছবি দেখে হতবাক অনেক মানুষ। দেবীর প্রতি ভক্তের ভক্তি দেখে অবাক অনেকেই। উল্লেখ্য, চলতি বছরের বিধান স্পোর্টিং ক্লাবের পুজো ৫০ তম বর্ষে পদার্পণ করেছে। এ বছর সেখানে ৩০ ফুট এর চামুন্ডা মূর্তি তৈরি করা হয়েছিল।

advertisement

আরও পড়ুনঃ আধুনিক থিমের মাঝেই গড়ে উঠেছে স্থাপত্যের আদিরূপ

পুজো উপলক্ষে বিশাল মেলার আয়োজন করা হয়েছে। তবে ইতিমধ্যেই হয়ে গিয়েছে ঘট বিসর্জন। যদিও প্রতিমা থাকছে। তাছাড়া এ বছর ক্লাবের উদ্যোক্তারা চামুন্ডা ভাড় রেখেছেন। যেখানে ভক্তরা সারা বছর ধরে অল্প অল্প করে কিছু অর্থ প্রতিমা তৈরির জন্য রাখতে পারবেন এবং তুলে দেবেন পুজো উদ্যোক্তাদের হাতে। পুজো কমিটির সদস্যদের এই অভিনব ভাবনাকেও সাধুবাদ জানিয়েছেন স্থানীয় মানুষজন।

advertisement

View More

সেরা ভিডিও

আরও দেখুন
দেখলে মনে হবে লাড্ডু ,মোদক কিংবা রসমালাই, কিন্তু খাওয়া যাবে না! এতো অন্য জিনিস
আরও দেখুন

Nayan Ghosh

বাংলা খবর/ খবর/পশ্চিম বর্ধমান/
Paschim Bardhaman News: চলে যাচ্ছেন মা! ভক্তের কান্না দেখে চোখে জল আসবে আপনারও!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল