পুজো উদ্যোক্তাদের সূত্রে জানা গিয়েছে, ওই ভক্তের নাম পাপ্পু। তিনি স্থানীয় বাসিন্দা এবং পুজোর সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। তবে মায়ের গমনে ভক্তের এই কান্নার হৃদয়বিদারক ছবি দেখে হতবাক অনেক মানুষ। দেবীর প্রতি ভক্তের ভক্তি দেখে অবাক অনেকেই। উল্লেখ্য, চলতি বছরের বিধান স্পোর্টিং ক্লাবের পুজো ৫০ তম বর্ষে পদার্পণ করেছে। এ বছর সেখানে ৩০ ফুট এর চামুন্ডা মূর্তি তৈরি করা হয়েছিল।
advertisement
আরও পড়ুনঃ আধুনিক থিমের মাঝেই গড়ে উঠেছে স্থাপত্যের আদিরূপ
পুজো উপলক্ষে বিশাল মেলার আয়োজন করা হয়েছে। তবে ইতিমধ্যেই হয়ে গিয়েছে ঘট বিসর্জন। যদিও প্রতিমা থাকছে। তাছাড়া এ বছর ক্লাবের উদ্যোক্তারা চামুন্ডা ভাড় রেখেছেন। যেখানে ভক্তরা সারা বছর ধরে অল্প অল্প করে কিছু অর্থ প্রতিমা তৈরির জন্য রাখতে পারবেন এবং তুলে দেবেন পুজো উদ্যোক্তাদের হাতে। পুজো কমিটির সদস্যদের এই অভিনব ভাবনাকেও সাধুবাদ জানিয়েছেন স্থানীয় মানুষজন।
Nayan Ghosh