রাম ধরম শর্মা, বিগত কয়েক বছর ধরেই দেশের বিভিন্ন প্রান্তে ঘুরছেন তিনি। তার এই উদ্যোগ বিশেষভাবে প্রশংসিত হয়েছে মুম্বইয়ে। তার এই উদ্যোগের প্রশংসা করেছেন বলিউড শিল্পীরা। তার উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন তাঁরা। বলিউডের একাধিক বিশিষ্ট অভিনেতার সঙ্গে রয়েছে তাঁর ছবি। বিভিন্ন বিখ্যাত মনীষীদের ছবি, দেশের জাতীয় পতাকা এবং যাত্রাপথের অভিজ্ঞতা দিয়ে নিজের রিক্সা সাজিয়ে তুলেছেন বিহারের এই বাসিন্দা। আর তারপর সেই রিক্সা নিয়েই তিনি বেরিয়ে পড়েছেন দেশ ভ্রমনে। লক্ষ্য নেশা মুক্ত করতে যুবসমাজকে অনুপ্রাণিত করা।
advertisement
আরও পড়ুন-বাউল গান গেয়ে অভিনব ভোট প্রচার, পঞ্চায়েত নির্বাচনে শান্তির বার্তা প্রার্থীর
কলকাতা যাওয়ার পথে তিনি যখন পানাগড়ে এসে পৌঁছন, তখন তাকে সংবর্ধনা জানানো হয়েছে। স্থানীয় নাগরিকরা তাকে সংবর্ধনা জানিয়েছেন। সাধুবাদ দিয়েছেন তার এই মহৎ উদ্যোগকে। এই বিষয়ে স্থানীয় বাসিন্দা তথা বিজেপি নেতার রমন শর্মা জানিয়েছেন, খুব ভাল উদ্যোগ। অনেক কিছু শিক্ষণীয় আছে ওনার কাছে থেকে। তার যাত্রা আরও সফল হোক, এই কামনা করেছেন তিনি।
Nayan Ghosh