TRENDING:

West Burdwan News : 'নেশামুক্ত ভারত' তার লক্ষ্য, ৬০ বছরেও রিক্সা নিয়ে ঘুরছেন গোটা দেশ

Last Updated:

West Burdwan News: এবার বিহারের বাসিন্দা রাম ধরম শাহর লক্ষ্য কলকাতা। তাই বিহারের নিজের বাড়ি থেকে তিনি রিক্স নিয়ে বেরিয়ে পড়েছেন কলকাতার উদ্দেশ্যে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পশ্চিম বর্ধমান : তার দু’চোখে স্বপ্ন নেশা মুক্ত ভারতবর্ষ দেখে যাওয়ার। নেশা মুক্ত দেশ গড়তে ৬০ বছর বয়সেও তিনি ঘুরছেন রাস্তায় রাস্তায়। নিজের রিক্সা নিয়ে ইতিমধ্যেই বেশ কয়েকটি রাজ্য এবং বড় শহরগুলি তিনি ঘুরে ফেলেছেন। এবার বিহারের বাসিন্দা রাম ধরম শাহর লক্ষ্য কলকাতা। তাই বিহারের নিজের বাড়ি থেকে তিনি রিক্সা নিয়ে বেরিয়ে পড়েছেন কলকাতার উদ্দেশ্যে। সেখান থেকে তিনি যাবেন অসম। তারপর হরিদ্বার। যাত্রাপথে তিনি এসে পৌঁছেছিলেন পানাগড়ে। সেখানেও সচেতনতার বার্তা ছড়িয়ে দিয়েছেন তিনি।
advertisement

রাম ধরম শর্মা, বিগত কয়েক বছর ধরেই দেশের বিভিন্ন প্রান্তে ঘুরছেন তিনি।  তার এই উদ্যোগ বিশেষভাবে প্রশংসিত হয়েছে মুম্বইয়ে। তার এই উদ্যোগের প্রশংসা করেছেন বলিউড শিল্পীরা। তার উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন তাঁরা। বলিউডের একাধিক বিশিষ্ট অভিনেতার সঙ্গে রয়েছে তাঁর ছবি। বিভিন্ন বিখ্যাত মনীষীদের ছবি, দেশের জাতীয় পতাকা এবং যাত্রাপথের অভিজ্ঞতা দিয়ে নিজের রিক্সা সাজিয়ে তুলেছেন বিহারের এই বাসিন্দা। আর তারপর সেই রিক্সা নিয়েই তিনি বেরিয়ে পড়েছেন দেশ ভ্রমনে। লক্ষ্য নেশা মুক্ত করতে যুবসমাজকে অনুপ্রাণিত করা।

advertisement

আরও পড়ুন-বাউল গান গেয়ে অভিনব ভোট প্রচার, পঞ্চায়েত নির্বাচনে শান্তির বার্তা প্রার্থীর

View More

কলকাতা যাওয়ার পথে তিনি যখন পানাগড়ে এসে পৌঁছন, তখন তাকে সংবর্ধনা জানানো হয়েছে। স্থানীয় নাগরিকরা তাকে সংবর্ধনা জানিয়েছেন। সাধুবাদ দিয়েছেন তার এই মহৎ উদ্যোগকে। এই বিষয়ে স্থানীয় বাসিন্দা তথা বিজেপি নেতার রমন শর্মা জানিয়েছেন, খুব ভাল উদ্যোগ। অনেক কিছু শিক্ষণীয় আছে ওনার কাছে থেকে। তার যাত্রা আরও সফল হোক, এই কামনা করেছেন তিনি।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
বাজারে ব্যাপক চাহিদা, তবুও মাথায় হাত! পান চাষ করে কেন সমস্যায় চাষিরা?
আরও দেখুন

Nayan Ghosh

বাংলা খবর/ খবর/পশ্চিম বর্ধমান/
West Burdwan News : 'নেশামুক্ত ভারত' তার লক্ষ্য, ৬০ বছরেও রিক্সা নিয়ে ঘুরছেন গোটা দেশ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল