Panchayat Election 2023: বাউল গান গেয়ে অভিনব ভোট প্রচার, পঞ্চায়েত নির্বাচনে শান্তির বার্তা প্রার্থীর

Last Updated:

Panchayat Election 2023: আসন্ন পঞ্চায়েত নির্বাচনে সন্ত্রাসমুক্ত করতে বাউল গানে প্রচার করছেন বিশিষ্ট বাউল স্বপন দত্ত। এদিন আরামবাগ শহর সহ আশেপাশের বিভিন্ন পঞ্চায়েত এলাকায় গানে গানে প্রচার চালালেন।

+
প্রচারে

প্রচারে বাউল স্বপন দত্ত

আরামবাগ: আসন্ন পঞ্চায়েত নির্বাচনে সন্ত্রাসমুক্ত করতে বাউল গানে প্রচার করছেন বিশিষ্ট বাউল স্বপন দত্ত। এদিন আরামবাগ শহর সহ আশেপাশের বিভিন্ন পঞ্চায়েত এলাকায় গানে গানে প্রচার চালালেন। শান্তিপূর্ণ নির্বাচনের জন্য সকলের কাছে আবেদন জানায়।এর জন্য প্রত্যেককে সকাল সকাল বুথে গিয়ে গণতান্ত্রিক ভোট প্রয়োগ করার পরামর্শ দেন।
বাউল গানের মধ্যে পঞ্চায়েত ভোট শান্তিপূর্ণ হওয়ার উদ্দেশ্যে জেলায় জেলায় গানের মধ্য দিয়ে প্রচার করছেন স্বপন বাবু। তার গান শুনতে বহু পথ চলতি মানুষ ভিড় জমায়। কিছুদিন আগে মনোনয়নপত্র জমা দেওয়া শেষ হয়েছে কিন্তু যেভাবে রাজ্যের বিভিন্ন জায়গায় অশান্তির ঘটনা ঘটেছে সেই কারণে সাধারণ মানুষ ভয় পাচ্ছে যখন কেউ অশান্তি করতে আসবে তখন সবাই মিলে রুখে দাঁড়ানোর উদ্দেশ্যে বার্তাও দেন।
advertisement
advertisement
এই বিষয়ে বাউল শিল্পী স্বপন দত্ত জানান, সাধারণ মানুষ যাতে ভোট দিতে পারে এবং কেউ শান্তি ভঙ্গ করবেন না। এই কথাই আমি গানের মধ্য দিয়ে বুঝাতে এসেছি। যেভাবে পঞ্চায়েতে মনোনয়ন পত্র দাখিল করা নিয়ে আগুন জ্বলছে তাতে অনেক মানুষই ভয় পাচ্ছে এবং বিভিন্ন জায়গায় বোমাবাজি, অনেক মানুষের প্রাণ গেছে তাই মানুষ ভোট দিতে পারবে নাকি সেই প্রশ্ন ছুঁড়ে দিচ্ছেন বাউল গানের মধ্যে দিয়ে শিল্পী স্বপন বাবু। আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন এই শিল্পী মানুষকে সচেতন করার দায়িত্বভার নিজের কাঁধে তুলে নিয়ে পথে নেমেছেন।
advertisement
Suvojit Ghosh
view comments
বাংলা খবর/ খবর/হুগলি/
Panchayat Election 2023: বাউল গান গেয়ে অভিনব ভোট প্রচার, পঞ্চায়েত নির্বাচনে শান্তির বার্তা প্রার্থীর
Next Article
advertisement
Weekly Horoscope: সাপ্তাহিক রাশিফল ১২ – ১৮ জানুয়ারি, ২০২৬: দেখে নিন এই সপ্তাহ কেমন যাবে আপনার? জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
সাপ্তাহিক রাশিফল ১২ – ১৮ জানুয়ারি, ২০২৬: দেখে নিন এই সপ্তাহ কেমন যাবে আপনার?
  • সাপ্তাহিক রাশিফল ১২ – ১৮ জানুয়ারি, ২০২৬

  • দেখে নিন এই সপ্তাহ কেমন যাবে আপনার?

  • জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
advertisement