TRENDING:

WB Panchayat Election | North Dinajpur News: ‘প্রতিশ্রুতি রাখেনি দল’! টিকিট না পেয়ে নির্দল হয়েই লড়ছেন কালিয়াগঞ্জের দুই তৃণমূলকর্মী

Last Updated:

তৃণমূল কংগ্রেস একটি বৃহৎ দল। এই দলের সকলেরই টিকিট পাওয়ার অধিকার রয়েছে। কিন্তু সবাইকে তো আর টিকিট দেওয়া যায় না। তাই যারা বাদ পড়েছে টিকিট পাওয়ার ক্ষেত্রে এবার পঞ্চায়েত নির্বাচনে তাদের মনের দুঃখ হতেই পারে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কালিয়াগঞ্জ: প্রতিশ্রুতি মতো মেলিনি টিকিট, তাই দিকে দিকে নির্দল হয়েই লড়ছেন একাধিক তৃণমূলকর্মী৷ উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জে অন্তত এমন একাধিক ছবি ধরা পড়ছে৷ উত্তর দিনাজপুর জেলার বিভিন্ন জায়গায় পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে নমিনেশন পত্র জমা দেওয়ার পর্ব চলছে দ্রুতগতিতে। বিভিন্ন রাজনৈতিক দল এই পর্বে তাঁদের মনোনীত প্রার্থীদের নিয়ে যখন মনোনয়নপত্র জমা দেওয়ায় ব্যস্ত, এরই মাঝে অনেককেই দেখা গেল নির্দল প্রার্থী হিসাবে মনোনয়ন পত্র জমা দিতে। এর মধ্যে, দেখা গেল এমন অনেকেই রয়েছেন, যাঁরা এতদিন শাসকদলের হয়ে কাজ করছিলেন।
advertisement

অভিযোগ, শাসকদলের স্থানীয় নেতৃত্বের তরফে তাঁদের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, এবারের পঞ্চায়েতে নির্বাচনে তাঁদের প্রার্থী করা হবে৷ কিন্তু শেষমেষ দেখা যায়, তাঁরা টিকিট পাননি। এমত অবস্থায় তাঁরা দলীয় নির্দেশকে উপেক্ষা করে নিজেরাই মনোনয়নপত্র দাখিল করলেন নির্দল হিসেবে।

আরও পড়ুন: ‘রক্ত দিতেও প্রস্তুত’, নন্দীগ্রামে দাঁড়িয়ে বিরাট হুঙ্কার শুভেন্দুর, মমতা-অভিষেককে নিশানা

উত্তর দিনাজপুর জেলার বিভিন্ন জায়গার সাথে সাথে কালিয়াগঞ্জেও দেখা গেল এমন কিছু নির্দল প্রার্থীকে৷ নির্দল হয়ে মনোনয়নপত্র দাখিল করা ব্যক্তিদের মধ্যে একজন ছিলেন কালিয়াগঞ্জ ৯ নম্বর বোচাডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান আশ্বাদ আলি৷ অন্যজন, কালিয়াগঞ্জের তরঙ্গপুর এর তৃণমূলের একটি বুথের সভাপতির স্ত্রী গীতা রানি দেব শর্মা ঘোষ।

advertisement

View More

তৃণমূলের উপপ্রধান আশ্বাদ আলির অভিযোগ, তিনি দক্ষতার সাথে উপ-প্রধান এর মতো একটি গুরুত্বপূর্ণ পদ সামলে এসেছেন এতদিন। তেমনই তিনি রয়েছেন তৃণমূলের গুরুত্বপূর্ণ একটি পদেও। তিনি সর্বদা সাধারণ মানুষের কাজে নিজেকে নিয়োজিত করলেও তৃণমূল কংগ্রেস তাঁকে প্রার্থী করেনি। এমনকি, তৃণমূলের বিরুদ্ধে টাকা নিয়ে টিকিট বিক্রিরও অভিযোগ তুলেছেন তিনি৷ আশ্বাদবাবু বলেন, ‘‘তৃণমূল কংগ্রেসে এখন স্বচ্ছ ভাবমূর্তি সম্পন্ন মানুষের চেয়ে যার টাকা বেশি রয়েছে৷’’

advertisement

অপরদিকে, কালিয়াগঞ্জের তরঙ্গপুরের তৃণমূলের বুথ কমিটির সভাপতির স্ত্রী গীতা রানি দেবশর্মা ঘোষ জানান, তিনি তৃণমূলের জন্মলগ্ন থেকে তৃণমূল পার্টি করে আসছেন৷ তার পর এবার তৃণমূলের স্থানীয় নেতারা তাঁকে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে, তাঁকে পঞ্চায়েতের টিকিট দেওয়ার ব্যবস্থা করা হবে৷ কিন্তু প্রতিশ্রুতি পূরণ হয়নি৷ অগত্যা মনের দুঃখে নির্দল প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন গীতাদেবী। তিনি বলেন, ‘‘দলের কাছ থেকে এই ধরনের আচরণ কখনওই কাঙ্খিত ছিল না।’’

advertisement

আরও পড়ুন: ৪ লাখ টাকায় ঝাড়ুদারের চাকরি, ৬ লাখেই ইঞ্জিনিয়ার! এবার ‘ফাঁস’ পুর নিয়োগের রেট-চার্ট

অপরদিকে, কালিয়াগঞ্জ ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি নিতাই বৈশ্য বলেন, ‘‘তৃণমূল কংগ্রেস একটি বৃহৎ দল। এই দলের সকলেরই টিকিট পাওয়ার অধিকার রয়েছে। কিন্তু সবাইকে তো আর টিকিট দেওয়া যায় না। তাই যাঁরা বাদ পড়েছেন এবার পঞ্চায়েত নির্বাচনে তাঁদের মনে দুঃখ হতেই পারে। আমরা তাঁদের সাথে কথা বলে সমস্ত কিছুই ঠিক করে নেব।’’

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ইতিহাসের শহরে বিষ্ণুপুর কালীবাড়ির পুজো! মুর্শিদাবাদের এই দেবীকে ঘিরে রয়েছে বহু কাহিনী
আরও দেখুন

পিয়া গুপ্তা

বাংলা খবর/ খবর/উত্তর দিনাজপুর/
WB Panchayat Election | North Dinajpur News: ‘প্রতিশ্রুতি রাখেনি দল’! টিকিট না পেয়ে নির্দল হয়েই লড়ছেন কালিয়াগঞ্জের দুই তৃণমূলকর্মী
Open in App
হোম
খবর
ফটো
লোকাল