Municipality Recruitment Scam | Ed: ৪ লাখ টাকায় ঝাড়ুদারের চাকরি, ৬ লাখেই ইঞ্জিনিয়ার! এবার ‘ফাঁস’ পুর নিয়োগের রেট-চার্ট
- Published by:Satabdi Adhikary
- local18
Last Updated:
গত ৭ জুনই সল্টলেকের পুর দফতরের অফিস থেকে শুরু করে রাজ্যের ১৪টি পুরসভায় তল্লাশি চালায় সিবিআই৷ বুধবার সকাল থেকেই দক্ষিণ দমদম পুরসভা থেকে শুরু করে দমদম, পানিহাটি, হালিশহর, টিটাগড়, নিউ ব্যারাকপুর, শান্তিপুর, কৃষ্ণনগর টাকি সব পুরসভাতেই পৌঁছয় সিবিআইয়ের আলাদা আলাদা দল৷ প্রত্যেকটি জায়গাতেই বিভিন্ন নথিপত্র ঘেঁটে দেখেন তাঁরা৷ এখানেই শেষ নয়, সল্টলেকের পুর ও নগোরন্নয়ন দফতরেও হানা সিবিআইয়ের৷
কলকাতা: একেবারে শিক্ষক নিয়োগের মডেলেই চাকরি বিক্রি হয়েছে পুরসভায়৷ প্রতিটি পদের চাকরির জন্য নির্দিষ্ট ছিল রেট চার্ট৷ নিজের রিপোর্টে তেমনটাই দাবি করেছে ইডি৷ শুধু তাই নয়, ইডির কাছে যাবতীয় এজেন্ট এবং ভুয়ো চাকরিপ্রার্থীর পূর্ণাঙ্গ তালিকা রয়েছে বলে জানিয়েছে তারা৷
ইডির রিপোর্ট অনুযায়ী, ঝাড়ুদার,পিওন, অ্যাম্বুল্যান্স অ্যাটেন্ড্যান্ট, গাড়ির চালক, রাজমিস্ত্রি, ডাম্পার চালক৷ এই সমস্ত কাজের জন্য রেট ছিল ৪ লক্ষ টাকা৷ কেরানি, পুরসভার স্কুলের শিক্ষক, পাইপলাইন ইনস্পেক্টর, অ্যাসিস্ট্যান্ড ক্যাশিয়ারের চাকরির জন্য নেওয়া হতো ৫ লক্ষ টাকা এবং সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের জন্য রেট ছিল ৬ লক্ষ টাকা৷ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি-র দাবি, পুর নিয়োগ দুর্নীতি কাণ্ডে নাকি এই রেট চার্ট মেনেই নাকি হতো চাকরি বিক্রি৷ ঠিক একেবারে সরকারি স্কুলে বেআইনি নিয়োগের ছাপানো মডেল৷
advertisement
আরও পড়ুন: নির্বাচন কমিশনারের নিয়োগ নিয়ে রাজ্যপালকে নিশানা! বিস্ফোরক অভিযোগ আনলেন শুভেন্দু
প্রসঙ্গত, স্কুলের চাকরির ক্ষেত্রেও ঠিক এমনই রেট চার্ট ছিল বলে তদন্তকারী সংস্থা সূত্রে জানা গিয়েছিল৷ সেখানেও শ্রেণি, দূরত্ব, প্রাপ্ত নম্বর এই সমস্ত বিষয়ের উপরে নির্ভর করে তৈরি হত রেট চার্ট৷
advertisement

advertisement
ইডি-র ফাইল করা রিপোর্ট অনুযায়ী, পশ্চিমবঙ্গের ৬০ টি পুরসভা জুড়ে ২০১৪-১৫ সালের মধ্যে গ্রুপ সি এবং গ্রুপ ডি-র ১৭টি পদের ক্ষেত্রে প্রায় ৬০০০ শূন্যপদে বেআইনি ভাবে নিয়োগ হয়েছে৷ এই পুরসভাগুলির তালিকায় রয়েছে কাঁচড়াপাড়া, নিউ ব্যারাকপুর, কামারহাটি, টিটাগড়, বরানগর, হালিশহর, দক্ষিণ দমদম এবং উত্তর দমদম পুরসভা সহ আরও অনেক৷
advertisement
এক ঊর্ধ্বতন ইডি আধিকারিক বলেন, ‘‘এই সমস্ত টাকা সংশ্লিষ্ট পুরসভার চেয়ারপার্সন এবং বিভিন্ন সরকারি আধিকারিকেরা নিত বলে মনে করা হচ্ছে৷ যে সমস্ত এজেন্ট এই টাকা সংগ্রহ করতেন এবং যে সমস্ত চাকরিপ্রার্থী, চাকরির বিনিময়ে টাকা দিয়েছিলেন, তাঁদের পূর্ণাঙ্গ তালিকা আমাদের কাছে আছে৷ আমরা পুরো বিষয়টা তদন্ত করে দেখছি৷ আমাদের কাছে যে তথ্য আছে, তা দেখে মনে হচ্ছে, নিয়োগ প্রক্রিয়ায় গরমিল করে, টাকার বিনিময়ে বিভিন্ন পুরসভার প্রায় ৬০০০ শূন্যপদের চাকরি বিক্রি করা হয়েছে৷’’
advertisement
আরও পড়ুন: গার্লস হস্টেল চত্বরের মধ্যেই দেদার চলত ‘এই’ কীর্তি…! মুম্বইয়ে ছাত্রীকে ধর্ষণ করে খুনে সামনে এল শিউরে ওঠা তথ্য
যদিও পুর নিয়োগ দুর্নীতির গোটা বিষয়টাকেই রাজনৈতিক ষড়যন্ত্র বলে দাবি করছে তৃণমূল৷ প্রবীণ তৃণমূল সাংসদ সৌগত রায় এ বিষয়ে বলেন,‘‘যদি এজেন্সির কাছে রাজনৈতিক নেতা এবং আধিকারিকদের বিরুদ্ধে প্রমাণ থাকে, তাহলে তা ওঁরা মানুষের সামনে আনুক৷ তারা তদন্ত করে মূল দোষীকে গ্রেফতার করতেই পারে৷ আমাদের সরকার কখনও অপরাধীদের আড়াল করার চেষ্টা করেনি৷ যদি কেউ দুর্নীতিগ্রস্ত বলে প্রমাণিত হয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই আমাদের দলের তেমন সদস্যদের গ্রেফতার করিয়েছেন৷ ’’
advertisement
গত ৭ জুনই সল্টলেকের পুর দফতরের অফিস থেকে শুরু করে রাজ্যের ১৪টি পুরসভায় তল্লাশি চালায় সিবিআই৷ বুধবার সকাল থেকেই দক্ষিণ দমদম পুরসভা থেকে শুরু করে দমদম, পানিহাটি, হালিশহর, টিটাগড়, নিউ ব্যারাকপুর, শান্তিপুর, কৃষ্ণনগর টাকি সব পুরসভাতেই পৌঁছয় সিবিআইয়ের আলাদা আলাদা দল৷ প্রত্যেকটি জায়গাতেই বিভিন্ন নথিপত্র ঘেঁটে দেখেন তাঁরা৷ এখানেই শেষ নয়, সল্টলেকের পুর ও নগোরন্নয়ন দফতরেও হানা সিবিআইয়ের৷
advertisement
শিক্ষক নিয়োগ দুর্নীতির তদন্ত করতে গিয়ে গোয়েন্দাদের সামনে আসে তৃণমূল নেতা শান্তনু বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ প্রোমোটার অয়ন শীলের যোগাযোগ প্রসঙ্গ৷ এই অয়ন শীলের চুঁচুড়া ও সল্টলেকের বাড়ি ও অফিসে হানা দিয়েই রাজ্যের বিভিন্ন পুরসভায় নিয়োগ দুর্নীতি সংক্রান্ত নথি সামনে আসে বলে অভিযোগ ইডির৷ সেই তথ্য আদালতে জানাতেই পুর দুর্নীতি কাণ্ডেও সিবিআইকে তদন্তের নির্দেশ দেয় আদালত৷ বর্তমানে ইডি এবং সিবিআই, দুই সংস্থাই যৌথ ভাবে তদন্ত করছে৷
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
West Bengal
First Published :
June 12, 2023 11:27 AM IST