Mumbai Hostel Murder: গার্লস হস্টেল চত্বরের মধ্যেই দেদার চলত ‘এই’ কীর্তি...! মুম্বইয়ে ছাত্রীকে ধর্ষণ করে খুনে সামনে এল শিউরে ওঠা তথ্য

Last Updated:

এমনকি, ওই ছাত্রীর অভিযোগ, কিছুদিন আগে থেকে হস্টেল ক্যাম্পাসের সিসি ক্যামেরা বিকল হয়ে গিয়েছিল৷ তারপরেও হস্টেল চত্বরের মধ্যে কানোজিয়াকে থাকার অনুমতি দিয়েছিলেন হস্টেল কর্তৃপক্ষ৷

মহারাষ্ট্র: সরকারি গার্লস হস্টেলে ছাত্রীকে ধর্ষণ করে খুন করার ঘটনায় সামনে এল বিস্ফোরক তথ্য৷ সম্প্রতি একটি অভিযোগ পত্রে নিহত ছাত্রীর বন্ধু তথা ওই হস্টেলেরই বাসিন্দা এক ছাত্রী জানিয়েছেন, চারনি রোডের এই হস্টেলের পুরুষ কর্মীরা হস্টেল চত্বরের মধ্যেই ‘স্বমেহনে’র মতো কাজ করত৷ এমনকি, বোর্ডারদের ঘরেও তাদের অবাধ যাতায়াত ছিল৷
সম্প্রতি ডিরেক্টরেট অফ টেকনিক্যাল এডুকেশনকে মুম্বইয়ের চারনি রোডের ওই গার্লস হোস্টেলের এক ছাত্রী লিখিত অভিযোগ জানিয়েছেন৷ সেই অভিযোগ পত্রেই এই কথা জানিয়েছেন ওই ছাত্রী৷
এমনকি, ওই ছাত্রীর অভিযোগ, কিছুদিন আগে থেকে হস্টেল ক্যাম্পাসের সিসি ক্যামেরা বিকল হয়ে গিয়েছিল৷ তারপরেও হস্টেল চত্বরের মধ্যেই রাতে কানোজিয়াকে থাকার অনুমতি দিয়েছিলেন হস্টেল কর্তৃপক্ষ৷
advertisement
আরও পডুন: হস্টেলে ছাত্রীকে একা পেয়ে ধর্ষণ, তারপর গলায় ওড়না জড়িয়ে খুন, তারপরে কী করল সিকিওরিটি গার্ড? বীভৎস কাণ্ড
গোটা ঘটনায় হস্টেল কর্তৃপক্ষের বিরুদ্ধে চূড়ান্ত গাফিলতির অভিযোগ এনেছেন ওই ছাত্রী৷ তাঁর অভিযোগ, খাবার বা অন্যান্য পরিষেবা নিয়ে অভিযোগ জানাতে গেলেই হস্টেলের ওয়ার্ডেন বা ম্যানেজমেন্টের সদস্যেরা তাঁদের সম্পর্কে কুরুচিকর মন্তব্য করতেন৷ তাঁদের জামাকাপড়ের পছন্দ নিয়ে প্রশ্ন তুলতেন৷ এমনকি, স্লিভলেস জামা পরলেও সেটা নিয়ে প্রকাশ্যে মহিলাদের চরিত্র হনন করা হত৷
advertisement
মঙ্গলবার সন্ধেবেলা দক্ষিণ মুম্বইয়ের চারনি রোডের ওই সরকারি হস্টেলের ৫ তলার ঘর থেকে উদ্ধার হয় বছর আঠেরোর এক ছাত্রীর মৃতদেহ৷ তাঁর গলায় ওড়না জড়িয়ে তাঁকে শ্বাসরুদ্ধ করে খুন করা হয়েছিল৷ খুনের আগে তাঁকে ধর্ষণ করা হয়েছিল বলে প্রাথমিক তদন্ত শেষে জানিয়েছে পুলিশ৷
advertisement
আরও পডুন: লিভ ইন পার্টনারকে খুন করে দেহের টুকরো প্রেশার কুকারে সেদ্ধ করল প্রৌঢ়, মুম্বইয়ে হাড়হিম হত্যাকাণ্ড
হস্টেলের সিসিটিভি ফুটেজ দেখে জানা যায়, ঘটনার দিন, অর্থাৎ, সোমবার ভোর ৪টে ৫৫ নাগাদ কাপড়ের একটি বান্ডিল নিয়ে হস্টেলের সিকিওরিটি গার্ড প্রকাশ কানোজিয়া হস্টেল থেকে বেরিয়ে গিয়েছিল৷ পরে তার দেহ উদ্ধার হয় অভিযুক্তের দেহ৷ এই কানোজিয়াই ছাত্রীটিকে ধর্ষণ করে খুন করেছে বলে অভিযোগ৷ প্রসঙ্গত, এই কানোজিয়া ওই হস্টেলের সিকিওরিটি গার্ড হওয়ার পাশাপাশি হস্টেলের লন্ড্রিরম্যানের কাজও করতেন৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Mumbai Hostel Murder: গার্লস হস্টেল চত্বরের মধ্যেই দেদার চলত ‘এই’ কীর্তি...! মুম্বইয়ে ছাত্রীকে ধর্ষণ করে খুনে সামনে এল শিউরে ওঠা তথ্য
Next Article
advertisement
Maharashtra Doctor Death Update: কী চলত সরকারি হাসপাতালে, কেন নিজেকে শেষ করে দিলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? বিরাট কেলেঙ্কারি ফাঁস
কী চলত সরকারি হাসপাতালে,কেন নিজেকে শেষ করলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? কেলেঙ্কারি ফাঁস
  • মহারাষ্ট্রে তরুণী চিকিৎসকের আত্মহত্যার ঘটনায় এবার চাঞ্চল্যকর অভিযোগ তুলল নির্যাতিতার পরিবার৷ মৃতার এক সম্পর্কিত ভাইয়ের অভিযোগ, ওই চিকিৎসককে ময়নাতদন্তের ভুয়ো রিপোর্ট তৈরি করতে বাধ্য করা হত৷

VIEW MORE
advertisement
advertisement