জীবনে সুখ-শান্তিতে থাকতে কে না চায়! তবে বর্তমানে মানুষের জীবন সুখ-শান্তিতে কাটানো যেন কঠিন হয়ে উঠেছে। সে দিক দিয়ে দেখলে মানুষের জীবনে গাছ একটা বিশেষ ভূমিকা পালন করে। গাছ আমাদের ভাল বন্ধু। গাছের সঙ্গে সময় কাটাতে পারলে একটা আলাদা শান্তির অনুভূতি মেলে। বাস্তু মতে, এমন কয়েকটা গাছ রয়েছে যা আপনাকে আর্থিক দিক থেকে লাভবান না করলেও, মানসিক দিক থেকে জীবনে শান্তি এনে দেবে। বাড়ির ক্ষেত্রে খুব শুভ প্রমাণিত হয় এই গাছ গুলি। এই গাছ বা ফুল বাড়ির চারপাশে ইতিবাচক এবং সৌন্দর্য বৃদ্ধি করে। । এরকম একটি ফুল হল বেগম বাহার কিংবা দাঁতরাঙা।
advertisement
কথিত আছে, বাংলার নবাব সিরাজউদ্দৌলার নাকি খুব প্রিয় ছিল এই ফুলটি। তাই তিনি নাকি এই ফুলটির নাম দিয়েছিলেন ‘বেগম বাহার’। ১২ মাসের মধ্যে প্রায় দশ মাস ফোটে এই ফুল। শুধুমাত্র বর্ষার সময় ১০ মাস এই ফুল ফোটা বন্ধ থাকে। বাড়ির সামান্য জায়গায় কিংবা টবে এই ফুল আপনি লাগাতে পারেন।
আরও পড়ুন: চরম নৃশংসতা! একইদিনে পৃথক ঘটনায় জোড়া খুন! ইংরেজবাজারে বিক্ষোভ স্থানীয়দের
আরও পড়ুন: সম্পর্কের টানাপড়েন, প্রেম, পরকীয়া! মালদহে যুবতী খুনের আসল কারণে গায়ে কাঁটা দেবে
গাছ প্রেমী বাস্তু বিশেষজ্ঞ তারা প্রসাদ জানান, এই ফুল যে কোনও সময় আপনি লাগাতে পারেন। বাস্তু মতে, বাড়ির উত্তর-পূর্ব কোণে কিংবা দক্ষিণ-পূর্ব কোন এই ফুল গাছ লাগলে বাড়িতে পজিটিভ এনার্জি আসবে। তাঁর কথায়, “আপনার মনের যতই দুঃখ বেদনা থাকুক, এই ফুল দেখামাত্রই নিমিষেই আপনার মন ভাল হয়ে যাবে। এই ফুল আপনাকে মানসিক শান্তি দেবে। এই ফুল দেখলেই সাময়িক আপনার মন আনন্দ হয়ে উঠবে।” পাহাড়ি এই ফুলটি যে কোনও নার্সারিতে পাওয়া যায়।
পিয়া গুপ্তা