Malda Crime: চরম নৃশংসতা! একইদিনে পৃথক ঘটনায় জোড়া খুন! ইংরেজবাজারে বিক্ষোভ স্থানীয়দের
- Published by:Teesta Barman
- Written by:Sebak Deb Sarma
Last Updated:
Malda Crime: পৃথক দু'টি ঘটনায় দু'জনের রক্তাক্ত মৃতদেহ উদ্ধার হয়েছে। আজ সকালে আমবাগান থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার হল এক ব্যক্তির মৃতদেহ।
মালদহ: একইদিনে জোড়া খুনের ঘটনা মালদহে। পৃথক দু’টি ঘটনায় দু’জনের রক্তাক্ত মৃতদেহ উদ্ধার হয়েছে। আজ সকালে আমবাগান থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার হল এক ব্যক্তির মৃতদেহ। ঘটনা মালদহের ইংরেজবাজারের পাতালচণ্ডী এলাকার। মৃত ব্যক্তির নাম সুর রহমান। বাড়ি কালিয়াচক থানার সুজাপুর গ্রাম পঞ্চায়েতের চামাগ্রাম বাগানবাড়ি এলাকায়। জানা গিয়েছে, ইংরেজবাজারের পাতালচণ্ডী এলাকায় পুকুর পাহারার কাজ করতেন তিনি। আজ সকালে পুকুরের পাশে আমবাগান থেকে তাঁর রক্তাক্ত মৃতদেহ উদ্ধার হয়। গলা কেটে খুন করা হয়েছে বলে অভিযোগ। তবে কী কারণে এই খুন, তা এখনও স্পষ্ট হয়নি।
এই খুনের ঘটনার প্রতিবাদে দীর্ঘক্ষণ পাতালচণ্ডী লাগোয়া ৩৪ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা। খুনের ঘটনার কিনারা এবং দোষীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করা হয়। একইসঙ্গে মালদহে সাম্প্রতিককালে পরপর খুন, ডাকাতি, ছিনতাইয়ের মতো ঘটনার প্রতিবাদেও সরব হন অবরোধকারীরা। ঘটনাস্থলে পুলিশকে মৃতদেহ তুলতে বাধা দেওয়া হয়। শেষে দীর্ঘক্ষণের চেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ।
advertisement
মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য আনা হয় মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে। তবে যেভাবে গলা কেটে খুন করা হয়েছে তাতে ঘটনার নৃশংসতা ভাবাচ্ছে পুলিশকে। আক্রোশজনিত কারণে খুন বলে প্রাথমিক অনুমান পুলিশের।
advertisement
অন্যদিকে, একইদিনে ইংরেজবাজারের কুলিপাড়া এলাকায় ভাইকে খুনের অভিযোগ উঠেছে দাদার বিরুদ্ধে। মৃত ভাইয়ের নাম চন্দু পাসোয়ান (২১)। পরিবার সূত্রে জানা গিয়েছে, বড়ো ভাই বিকাশ পাসোয়ান গতকাল রাতে মত্ত অবস্থায় বাড়ি ফেরে। সেই সময় পাপন পাসোয়ান নামে আরেক ভাইয়ের সঙ্গে বিকাশের বিবাদ বাধে। দুই ভাইকে ছাড়াতে যায় চন্দু। অভিযোগ, সেই সময় বিকাশ চন্দুকে চাকু মারে। এলোপাথাড়ি ধারালো অস্ত্রের আঘাতের ফলে ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। ঘটনার পর থেকে পলাতক ভাই বিকাশ পাসোয়ান। তার খোঁজে তল্লাশি শুরু করেছে ইংরেজবাজার থানার পুলিশ।
advertisement
এদিকে একইদিনে ইংরেজবাজারে জোড়া খুন হওয়ায় চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ জানিয়েছে, ময়না তদন্তের প্রাথমিক রিপোর্টে পাতালচণ্ডী খুনের ঘটনা কখন, কীভাবে হয়েছে, কী ধরনের অস্ত্র ব্যবহার করেছে, এসব সূত্র মিলতে পারে। এই খুনের ঘটনায় দ্রুত দুষ্কৃতীকে চিহ্নিত করার চেষ্টা চলছে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
February 17, 2024 1:14 PM IST