এদিন ড্যাম পরিদর্শনে জেলা শাসকের পাশাপাশি উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলাশাসক আবুল কালাম আজাদ ইসলাম, সদর মহকুমা শাসক সুমন দাশগুপ্ত, সেচ দফতরের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার মৃত্যুঞ্জয় কুমার সহ অন্যান্য আধিকারিকরা। বর্তমানে রিভার ড্যামের কাজ কতটা এগিয়েছে সেই সমস্ত বিষয়গুলো সরেজমিনে খতিয়ে দেখেন জেলা শাসক এই দিন।
আরও পড়ুন: টেবিল ফ্যান হয়ে যাবে এসি! না থাকবে গরম! না বাড়বে বিল! তুমুল ভাইরাল
advertisement
এছাড়া জেলাশাসক বরাত পাওয়া ঠিকাদার সংস্থার সঙ্গে কথা বলেন। আত্রেয়ী নদীর দু’পারই পরিদর্শন করেন জেলা শাসক সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা। বাঁধ দেওয়ার ফলে বেশ কিছু সমস্যার সৃষ্টি হয়েছে, তাও খতিয়ে দেখেন জেলা শাসক বিজিন কৃষ্ণা।মূলত খরার মরশুমে কৃষকরা যাতে জলের সমস্যায় না পড়েন সে কথা মাথায় রেখেই এই ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে।
advertisement
সুস্মিতা গোস্বামী
Location :
Kolkata,West Bengal
First Published :
May 20, 2023 8:52 PM IST