সুপারির খোল, বাঁশ, পাটকাঠি, খবরের কাগজ, সুতলি এক কথায় যে জিনিসগুলি আমাদের কাছে অনেক সময় ব্যবহার্য নয় সেই জিনিসগুলি ওনার কাছে কাঁচামাল। অত্যন্ত নিপুণতায় করা তার কাজগুলি যে কারওরই দৃষ্টি আকর্ষণ করবে। বিয়ের কার্ডগুলি অর্ডার পেলে তবেই বানান। অন্যান্য জিনিসগুলি শখে বানানো থাকে। কেউ নিতে চাইলে মূল্য ধার্য করে বিক্রি করেন শুভ্র বাবু।
advertisement
খুব ছোট বয়স থেকে নানা জিনিস দিয়ে পরীক্ষানিরীক্ষা করার অভ্যাস তাঁর। সেই থেকে ধীরে ধীরে নতুন নতুন সৃষ্টি। শুভ্র বাবু বলেন, ‘‘যত জিনিস ফেলা হয় তার কিছুটা অংশ প্রকৃতির ক্ষতি করে। সেগুলি দিয়ে এমন কিছু জিনিস তৈরি করার চেষ্টা করি যাতে জিনিসগুলি আর ফেলতে না হয়। তৈরি করা জিনিসটিও যেন দর্শনীয় ও ব্যবহারযোগ্য হয়।’’ শুভ্র বাবুর এই কাজে তাঁকে সহযোগিতা করেন তাঁর ভাই। শুভ্র বাবুর কথায় জানা যায়, ভাই ও ভাইয়ের বউ তাঁকে এই কাঁচামালের সামগ্রী জোগাড় করতে সাহায্য করেন।
পিয়া গুপ্তা