TRENDING:

North Dinajpur News: অব্যবহার্য জিনিস দিয়ে বিয়ের কার্ড, ঘর সাজানোর সামগ্রী, বাজিমাত ৭০ বছরের বৃদ্ধর

Last Updated:

সুপারির খোল, বাঁশ, পাটকাঠি, খবরের কাগজ, সুতলি এক কথায় যে জিনিসগুলি আমাদের কাছে অনেক সময় ব্যবহার্য নয় সেই জিনিসগুলি ওনার কাছে কাঁচামাল।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
রায়গঞ্জ: ফেলে দেওয়া সামগ্রী দিয়েই একের পর এক বিয়ের কার্ড ও ঘর সাজানোর জিনিস তৈরি করে তাক লাগিয়ে দিয়েছেন শুভ্র শঙ্কর রায়। সুপারির খোল, বাঁশ, পাটকাঠি খবরের কাগজ, সুতলি অব্যবহারযুক্ত বহু সামগ্রী ফেলে না দিয়ে, তা দিয়ে তৈরি করে ফেলছেন রং বেরংয়ের ঘর সাজানোর সামগ্রী। রায়গঞ্জের নেতাজি পল্লির বাসিন্দা ৭০ বছরের শুভ্র শংকর রায়। অবিবাহিত শুভ্র শংকর পেশার মেডিক্যাল কম্পাউন্ডার। অবসরে তৈরি করেন বিয়ের কার্ড, পুতুল ফোনের গয়না, গয়নার বাক্স, পেন স্ট্যান্ড, এছাড়াও ঘর সাজানোর বিভিন্ন জিনিস।
advertisement

আরও পড়ুন: বাংলার এই কয়েক জেলায় ভারী বৃষ্টির সতর্কতা! দক্ষিণবঙ্গে তাপপ্রবাহের দাপট কমবে কবে? অবশেষে বড় খবর হাওয়া অফিসের

সুপারির খোল, বাঁশ, পাটকাঠি, খবরের কাগজ, সুতলি এক কথায় যে জিনিসগুলি আমাদের কাছে অনেক সময় ব্যবহার্য নয় সেই জিনিসগুলি ওনার কাছে কাঁচামাল। অত্যন্ত নিপুণতায় করা তার কাজগুলি যে কারওরই দৃষ্টি আকর্ষণ করবে। বিয়ের কার্ডগুলি অর্ডার পেলে তবেই বানান। অন্যান্য জিনিসগুলি শখে বানানো থাকে। কেউ নিতে চাইলে মূল্য ধার্য করে বিক্রি করেন শুভ্র বাবু।

advertisement

খুব ছোট বয়স থেকে নানা জিনিস দিয়ে পরীক্ষানিরীক্ষা করার অভ্যাস তাঁর। সেই থেকে ধীরে ধীরে নতুন নতুন সৃষ্টি। শুভ্র বাবু বলেন, ‘‘যত জিনিস ফেলা হয় তার কিছুটা অংশ প্রকৃতির ক্ষতি করে। সেগুলি দিয়ে এমন কিছু জিনিস তৈরি করার চেষ্টা করি যাতে জিনিসগুলি আর ফেলতে না হয়। তৈরি করা জিনিসটিও যেন দর্শনীয় ও ব্যবহারযোগ্য হয়।’’ শুভ্র বাবুর এই কাজে তাঁকে সহযোগিতা করেন তাঁর ভাই। শুভ্র বাবুর কথায় জানা যায়, ভাই ও ভাইয়ের বউ তাঁকে এই কাঁচামালের সামগ্রী জোগাড় করতে সাহায্য করেন।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

পিয়া গুপ্তা

বাংলা খবর/ খবর/উত্তর দিনাজপুর/
North Dinajpur News: অব্যবহার্য জিনিস দিয়ে বিয়ের কার্ড, ঘর সাজানোর সামগ্রী, বাজিমাত ৭০ বছরের বৃদ্ধর
Open in App
হোম
খবর
ফটো
লোকাল