আরও পড়ুন: এই পোকাই দেখাচ্ছে লক্ষ লক্ষ টাকা রোজগারের সুযোগ! ব্যবসা করলেই কেল্লাফতে
রাতের শহরকে আলোকিত রাখতে শহরের বিভিন্ন রাস্তাতে বাতি লাগিয়েছে পুরসভা। সময়ের সঙ্গে সঙ্গে শহরে এই বাতি স্তম্ভের সংখ্যা বেড়েছে। পুরসভা সূত্রে খবর, এই সমস্ত রাস্তায় টিউবলাইট বাতি স্তম্ভ বসানো হয়েছিল। টিউব লাইট জ্বালাতে বিদ্যুতের খরচ অনেকটাই বেশি হচ্ছে। প্রত্যেকটি পোস্টে ৬০ ওয়াটের টিউব জ্বলে। তাই পুজোর আগে শহরের বিভিন্ন জায়গায় এলইডি লাইট বসানো ব্যবস্থা করা হচ্ছে। পুরসভা কর্তৃপক্ষ জানিয়েছে, রায়গঞ্জ শহরে আপাতত ২০০ টি এলইডি লাইট বসানো হবে। এর জেরে কম খরচের পাশাপাশি উজ্জ্বল আলোয় আলোকিত হবে রায়গঞ্জের রাস্তা।
advertisement
পিয়া গুপ্তা
Location :
Kolkata,West Bengal Uttar Dinajpur,West Bengal
First Published :
October 12, 2023 12:00 PM IST