একটা সময় ছিল যখন দু’ টাকায় এক ঠোঙা জিলিপি ও একটাকায় দুই পিস পাঁপড় পাওয়া যেত।প্রতিটা রথের মেলায় পাপড় ভাজা ও জিলিপির চাহিদা থাকত আকাশছোঁয়া।তবে এবছর রথের মেলায় জিলিপি ও পাঁপড়েরদাম কত জানেন?
উত্তর দিনাজপুর জেলার বিভিন্ন রথের মেলায় জিলিপি বিকোচ্ছে এখন ৮০ থেকে ১০০ টাকা কেজি । অর্থাৎ মাঝারি এক ঠোঙা জিলিপি কিনতে প্রায় ৩০ থেকে ৪০ টাকা খরচ পড়বে। অনেক জায়গায় আবার দু টাকা পিস হিসেবেও জিলিপি বিক্রি হচ্ছে।
advertisement
বর্তমানে দ্রব্যমূল্যের যুগে দুই টাকার দুই পিস পাঁপড় এখন স্বপ্নেরও অতীত। এ বছর রথের মেলায় ১০ টাকায় বিক্রি হচ্ছে ছোট পাঁপড় ও বড় পাঁপড়।সব মিলিয়ে স্মৃতি জড়ানো হাতে গরম নোনতা মিষ্টিও এখন দ্রব্যমূল্যের ঠেলায় মহার্ঘ্য হয়েছে। তবে তা সত্বেও রথের মধ্যে কেনাবেচায় কিন্তু সামান্য ভাটা পড়েনি। মেলায় ক্রেতা বিক্রেতা সবার মুখেই চওড়া হাসি কারণ এবার কেনাবেচায় তেমন জল ঢালেনি বৃষ্টি।