TRENDING:

Rathayatra 2023: ৮০ থেকে ১০০ টাকা! জমজমাট রথের মেলায় গরমাগরম জিলিপি আর মুচমুচে পাঁপড়ের দাম শুনলে চমকে যাবেন

Last Updated:

Rathayatra 2023: উত্তর দিনাজপুর জেলার বিভিন্ন রথের মেলায় জিলিপি বিকোচ্ছে এখন ৮০ থেকে ১০০ টাকা কেজি।১০  টাকায়  বিক্রি হচ্ছে ছোট পাঁপড়।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পিয়া গুপ্তা, উত্তর দিনাজপুর : বাঙালির কাছে রথযাত্রা মানেই গরম গরম জিলিপি আর কুড়মুড়ে পাঁপড়ভাজা। জল কাদা ঘেঁটে, ভিড় ঠেলে রথ দেখার সঙ্গে জিলিপি আর পাঁপড়ভাজা এই দুটো না খেলে যেন রথ দেখা সম্পূর্ণ হয় না। এই রথের মেলার সঙ্গে অনেকের ছোটবেলার স্মৃতি জড়িয়ে রয়েছে । সে স্মৃতির টানে বড় বা বুড়ো সকলেই বাড়ির কচিকাঁচাদের সঙ্গে রথের মেলায় গিয়ে একবার হলেও জিলেপি কিংবা পাপড় কিনে আনবেন।
advertisement

একটা সময় ছিল যখন দু’ টাকায় এক ঠোঙা জিলিপি ও একটাকায় দুই পিস পাঁপড় পাওয়া যেত।প্রতিটা রথের মেলায় পাপড় ভাজা ও জিলিপির চাহিদা থাকত আকাশছোঁয়া।তবে এবছর রথের মেলায় জিলিপি ও পাঁপড়েরদাম কত জানেন?

উত্তর দিনাজপুর জেলার বিভিন্ন রথের মেলায় জিলিপি বিকোচ্ছে এখন ৮০ থেকে ১০০ টাকা কেজি । অর্থাৎ মাঝারি এক ঠোঙা জিলিপি কিনতে প্রায় ৩০ থেকে ৪০ টাকা খরচ পড়বে। অনেক জায়গায় আবার দু টাকা পিস হিসেবেও জিলিপি বিক্রি হচ্ছে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

বর্তমানে দ্রব্যমূল্যের যুগে দুই টাকার দুই পিস পাঁপড় এখন স্বপ্নেরও অতীত। এ বছর রথের মেলায় ১০ টাকায় বিক্রি হচ্ছে ছোট পাঁপড় ও বড় পাঁপড়।সব মিলিয়ে স্মৃতি জড়ানো হাতে গরম নোনতা মিষ্টিও এখন দ্রব্যমূল্যের ঠেলায় মহার্ঘ্য হয়েছে। তবে তা সত্বেও রথের মধ্যে কেনাবেচায় কিন্তু সামান্য ভাটা পড়েনি। মেলায় ক্রেতা বিক্রেতা সবার মুখেই চওড়া হাসি কারণ এবার কেনাবেচায় তেমন জল ঢালেনি বৃষ্টি।

advertisement

বাংলা খবর/ খবর/উত্তর দিনাজপুর/
Rathayatra 2023: ৮০ থেকে ১০০ টাকা! জমজমাট রথের মেলায় গরমাগরম জিলিপি আর মুচমুচে পাঁপড়ের দাম শুনলে চমকে যাবেন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল