আনন্দ উৎসবের আয়োজন মানেই সেখানে প্রধান খাবার মিষ্টি। সেই মিষ্টি মুখের ডালি সাজিয়ে প্রতিবছরের মতো এবারও রাখী স্পেশ্যাল মিষ্টি নিয়ে এসেছে কালিয়াগঞ্জের ‘বৃন্দাবন সুইটস’। বৃন্দাবন সুইটস -এর কর্ণধার রাহুল সাহা জানান, “এবার রাখীতে ক্ষীরকদম, স্পঞ্জের রসগোল্লা, গোলাপ-জামুন, দুধ চমচম ছাড়াও এবার থাকছে রাখির ছবি আঁকা রং বেরঙয়ের মিষ্টি।
advertisement
এবার রাখি স্পেশ্যাল মিষ্টির চাহিদা এতটাই যে দোকানে আনা মাত্রই নিমেষে বিক্রি হয়ে যাচ্ছে। এদিন রাখির জন্য বিশেষভাবে নয় থেকে দশ রকম বিভিন্ন ধরনের মিষ্টি তৈরি হয়েছে বলে জানিয়েছেন দোকানের অধিকর্তা রাহুল সাহা। এদিন সকাল থেকে গ্রাহকের ভিড় কিন্তু চোখে পড়ার মতো ছিল। রাহুল সাহা জানান এই রাখী স্পেশ্যাল মিষ্টি গুলি ১০ টাকা থেকে ১৫ টাকা দামের মধ্যেই পেয়ে যাবেন গ্রাহকরা।
আরও পড়ুন: পুজোর আগেই বদলে যাচ্ছে ইসলামপুর শহর! সৌন্দর্যায়নে কোটি টাকা বরাদ্দ
দোকানে আসা এক ক্রেতা জানান সকাল থেকেই তারা বিভিন্ন ধরনের মিষ্টি নিতে আসছেন । এই রাখিতে তারা বিভিন্ন ধরনের মিষ্টি দোকান থেকে নিয়ে গিয়ে স্টক করে রাখছেন। এবার বাজার মাত করেছে রাখি স্পেশ্যাল মিষ্টি তাই সকাল থেকেই বহু মানুষ এই মিষ্টি কিন্তু ভিড় জমাচ্ছে বৃন্দাবন সুইটসে। এবার এই রাখীতে স্পেশ্যাল হার্ট শেপ ও রঙ বেরঙের রাখির ডিজাইন করা মিষ্টিতেই মজেছে আট থেকে আশি।
পিয়া গুপ্তা