আরও পড়ুন: পুজোর আগেই দক্ষিণেশ্বর স্কাইওয়াকের স্বাস্থ্য পরীক্ষা শেষ হবে
শিল্পীদের বাড়ি বাড়ি পৌঁছে যাচ্ছে অত্যাধুনিক মাটি মাখানোর মেশিন। সময়ের সঙ্গে সঙ্গে তাল মিলিয়ে টেরাকোটা শিল্পেও এসেছে আধুনিকতার ছোঁয়া ।এখন আর ততটাও খাটনি হয় না মৃৎশিল্পীদের। মাটি মাখানোর আধুনিক মেশিন পৌঁছে যাচ্ছে মৃৎশিল্পীদের বাড়িতে। এই মেশিনের মাধ্যমে মৃৎশিল্পীদের পরিশ্রম কমে গেছে। পাক মিল এই মেশিনের মাধ্যমে মাটির সঙ্গে জল দিলেই নিমেষেই প্রস্তুত হয়ে যাচ্ছে মাটি। ফলে পা দিয়ে ঘণ্টার পর ঘণ্টা মাটি মাখতে হচ্ছে না মৃৎশিল্পীদের।
advertisement
উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের মুস্তাফানগরের পাল পাড়ায় গিয়ে দেখা গেল টেরাকোটা শিল্পীরা অত্যাধুনিক মাটি মাখানোর মেশিন ভাড়া করে নিমেষেই তাঁদের মাটি প্রস্তুত করে নিচ্ছেন। এই পাক মিল মেশিনের মালিক আকাশ পাল জানান, গুজরাট থেকে এই মেশিন নিয়ে এসেছিলেন ৭০ হাজার টাকা দিয়ে। তারপর থেকেই এই গ্রামের প্রত্যেক মৃৎশিল্পী এই মাটি মাখানোর মেশিন ভাড়া করে নিয়ে গিয়ে তাঁদের মাটি তৈরি করেন। ঘণ্টায় এই মেশিনের ভাড়া পড়ে ২০০ থেকে ২৫০ টাকা। মৃৎশিল্পী কল্পনা পাল জানান, আগের মত দু-তিন দিন ধরে হাত-পা দিয়ে আর মাটি মাখতে হয় না। নিমেষে এই মেশিনের সাহায্যে মাটি তৈরি হয়ে যায়। খাটুনি কমে যাওয়ায় খুশি মৃৎশিল্পীরা।
পিয়া গুপ্তা





