কালিয়াগঞ্জের বিশিষ্ট চিকিৎসক ডক্টর চিন্ময় দেবগুপ্ত বলেন, গরমে হালকা সুতির পোশাক সবচেয়ে বেশি আরামদায়ক। সুতির নরম কাপড় দ্রুত ঘাম শুষে নেয়। বাতাস চলাচলে সক্ষম, ওজনে হালকা এবং তাপ থেকে সুরক্ষা দেয় সুতির পোশাক। গরমে পোশাকের রং নির্বাচনের বিষয়েও সচেতন হতে হবে। সাদা-র পাশাপাশি গরমে বেছে নিন যে-কোনও হালকা রং-এর পোশাক।
advertisement
প্রতিবছরই ঈদের সময় কাপড়ের দোকানগুলিতে ভিড় উপচে পড়ে। এবারও তাঁর ব্যতিক্রম ছিল না। তবে এ'বছর সুতির কাপড়ের চাহিদা বেশি। পয়লা বৈশাখের সময়ও সুতির কাপড়-জামার চাহিদাই ছিল বেশি।
পিয়া গুপ্তা
Location :
Kolkata,West Bengal
First Published :
April 20, 2023 8:22 PM IST
বাংলা খবর/ খবর/উত্তর দিনাজপুর/
North Dinajpur News: তীব্র গরমের দাবদাহে কীরকম পোশাক পরবেন? পরামর্শ দিলেন চিকিৎসক