পরিবার সূত্রে জানা গিয়েছে আগামী শুক্রবার ছেলের বিয়ে অনুষ্ঠান আছে। সেই বিয়ের নেমন্তন্ন করতে বাইক নিয়ে এক যুবককে সাথে নিয়ে বেরিয়ে ছিলেন মহম্মদ হাসিমুদ্দিন নামে ৫৫ বছরের এক ব্যক্তি।। বিয়ের নেমন্তন্ন করতে যাওয়ার সময় কোনও গাড়ি তাদের বাইকে পিছনে সজোরে ধাক্কা মারলে ঘটনাস্থলেই গুরুতর জখম হয় দুই জন।
আরও পড়ুন:
advertisement
জখমদের উদ্ধার করে ইসলামপুর মহকুমা হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসলে মহম্মদ নাসিমুদ্দিন কে মৃত বলে ঘোষণা করে কর্তব্যরত চিকিৎসকরা।ঘটনার খবর পেয়ে হাসপাতালে ছুটে আসে পরিবারের সদস্যরা।মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই কান্নায় ভেঙে পড়েন পরিবারের সদস্যরা।খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ইসলামপুর থানার পুলিশ। পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্যইসলামপুর মহকুমা হাসপাতালে পাঠিয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
advertisement
চঞ্চল মোদক
Location :
Kolkata,West Bengal
First Published :
May 31, 2023 8:26 PM IST
বাংলা খবর/ খবর/উত্তর দিনাজপুর/
North Dinajpur News: ছেলের বিয়ের কার্ড পকেটে! শুভ কাজে গিয়ে যা ঘটল বাবার সঙ্গে! জানুন