রায়গঞ্জ রেলস্টেশনের ম্যানেজার রাজু কুমার বলেন, ‘আগামী সপ্তাহেই কুলিক এক্সপ্রেসে একটি ভিস্তাডোম কোচ দেওয়া হচ্ছে। ভিস্তাডোম কোচে যে-সব বৈশিষ্ট্য থাকে, এক্ষেত্রেও সেগুলোই থাকবে। সরাসরি পরিবেশকে উপভোগ করে যাত্রীরা এই কোচে যাতায়াত করতে পারবেন।’ উল্লেখ্য, ভিস্তাডোম কোচ রেলের অত্যাধুনিক-বিলাসবহুল কোচের মধ্য অন্যতম। এই কোচগুলিতে সিটগুলি ১৮০ ডিগ্রি ঘুরতে পারে, এই কোচে রয়েছে বিশাল বড় বড় কাঁচের জানলা, এমনকি ট্রেনের উপরের ছাদও কাঁচ দিয়ে তৈরি। পাশাপাশি এই কোচগুলিতে রয়েছে অ্যান্টি-গ্লেয়ার স্ক্রিন। এছাড়াও এই কোচগুলিতে আছে WiFi-ও।
advertisement
Vistadome coach তৈরি করে চেন্নাইয়ের Integral Coach Factory। ভিস্তাডোম কোচের ছাদ পুরোপুরি কাঁচের হওয়ায় তার মাধ্যমে যাাত্রীরা খোলা আকাশ দেখতে পারেন। এই ছাদে রয়েছে অ্যান্টি-গ্লেয়ার স্ক্রিনও।
পিয়া গুপ্তা
Location :
Kolkata,West Bengal
First Published :
Jun 29, 2023 8:26 PM IST
বাংলা খবর/ খবর/উত্তর দিনাজপুর/
North Dinajpur News: রাধিকাপুর থেকে হাওড়াগামী কুলিক এক্সপ্রেসে জুড়তে চলেছে একটি ভিস্তাডোম কোচ






