TRENDING:

North Dinajpur News: রাধিকাপুর থেকে হাওড়াগামী কুলিক এক্সপ্রেসে জুড়তে চলেছে একটি ভিস্তাডোম কোচ

Last Updated:

হাওড়া থেকে আগামী ৩ জুলাই ভিস্তাডোম কোচ যুক্ত কুলিক এক্সপ্রেস রওনা দেবে রাধিকাপুরের উদ্দেশে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
উত্তর দিনাজপুর: রায়গঞ্জবাসীর জন্য সুখবর! রাধিকাপুর থেকে হাওড়াগামী কুলিক এক্সপ্রেস ট্রেনে জুড়তে চলেছে একটি ভিস্তাডোম কোচ। পূর্ব রেলের তরফে এই সংক্রান্ত নোটিশ জারি করা হয়েছে। হাওড়া থেকে আগামী ৩ জুলাই ভিস্তাডোম কোচ যুক্ত কুলিক এক্সপ্রেস রওনা দেবে রাধিকাপুরের উদ্দেশে। অন্যদিকে, রাধিকাপুর থেকে হাওড়ার উদ্দেশ্যে এই ট্রেন যাবে ৪ এপ্রিল।
হাওড়াগামী রাধিকাপুরগামী কুলিক এক্সপ্রেস 
হাওড়াগামী রাধিকাপুরগামী কুলিক এক্সপ্রেস 
advertisement

রায়গঞ্জ রেলস্টেশনের ম্যানেজার রাজু কুমার বলেন, ‘আগামী সপ্তাহেই কুলিক এক্সপ্রেসে একটি ভিস্তাডোম কোচ দেওয়া হচ্ছে। ভিস্তাডোম কোচে যে-সব বৈশিষ্ট্য থাকে, এক্ষেত্রেও সেগুলোই থাকবে। সরাসরি পরিবেশকে উপভোগ করে যাত্রীরা এই কোচে যাতায়াত করতে পারবেন।’ উল্লেখ্য, ভিস্তাডোম কোচ রেলের অত্যাধুনিক-বিলাসবহুল কোচের মধ্য অন্যতম। এই কোচগুলিতে সিটগুলি ১৮০ ডিগ্রি ঘুরতে পারে, এই কোচে রয়েছে বিশাল বড় বড় কাঁচের জানলা, এমনকি ট্রেনের উপরের ছাদও কাঁচ দিয়ে তৈরি। পাশাপাশি এই কোচগুলিতে রয়েছে অ্যান্টি-গ্লেয়ার স্ক্রিন। এছাড়াও এই কোচগুলিতে আছে WiFi-ও।

advertisement

Vistadome coach তৈরি করে চেন্নাইয়ের Integral Coach Factory। ভিস্তাডোম কোচের ছাদ পুরোপুরি কাঁচের হওয়ায় তার মাধ্যমে যাাত্রীরা খোলা আকাশ দেখতে পারেন। এই ছাদে রয়েছে অ্যান্টি-গ্লেয়ার স্ক্রিনও।

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

পিয়া গুপ্তা

বাংলা খবর/ খবর/উত্তর দিনাজপুর/
North Dinajpur News: রাধিকাপুর থেকে হাওড়াগামী কুলিক এক্সপ্রেসে জুড়তে চলেছে একটি ভিস্তাডোম কোচ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল