আরও পড়ুন: চূড়ান্ত বৈঠকের আগেই শ্রমিকদের ২০ শতাংশ বোনাস দিল চা বাগান
এবার থেকে আদালতেই পাওয়া যাবে স্বাস্থ্য পরিষেবা। আদালতে এসে কেউ অসুস্থ হয়ে পড়লে তাঁর প্রাথমিক চিকিৎসা করবেন আদালতে উপস্থিত চিকিৎসক। সর্বোচ্চ আদালতের নির্দেশ মেনে নিরাপত্তা ব্যবস্থা সুনিশ্চিত করতে এবার রায়গঞ্জ জেলা আদালতে চালু হল মেডিকেল ইউনিট। এই মেডিকেল ইউনিটে স্থায়ী চিকিৎসকরাও আছেন।
advertisement
এমন উদ্যোগ প্রসঙ্গে রায়গঞ্জ জজ কোর্টের হেড ক্লার্ক চঞ্চল মজুমদার জানান, ১১ আগস্ট ২০২৩ তারিখে সুপ্রিম কোর্ট একটি রায় দিয়েছে। সেখানে দেশের সমস্ত আদালতগুলিতে সকলের নিরাপত্তা সুনিশ্চিত করতে বলা হয়েছে। যার অঙ্গ হিসেবে উত্তর দিনাজপুর জেলা আদালতের বিচারক পার্থপ্রতিম চক্রবর্তীর উদ্যোগে চালু হয়েছে মেডিকেল ইউনিট। আদালতে আসা সমস্ত মানুষই এখানে স্বাস্থ্য পরিষেবা পাবেন। আদালতে এসে যদি কেউ অসুস্থ হয়ে যান এবার থেকে তাঁদের প্রাথমিক চিকিৎসা এখানেই হবে। প্রয়োজনে তাঁদের জেলা হাসপাতালে পাঠানো হবে। এছাড়া আদালতের এই মেডিকেল ইউনিটে বিভিন্ন ধরনের ওষুধ মজুত করা থাকছে। এছাড়াও জেলা আদালতে রোগীদের সুগার টেস্টও হবে।
পিয়া গুপ্তা