Alipurduar News: চূড়ান্ত বৈঠকের আগেই শ্রমিকদের ২০ শতাংশ বোনাস দিল চা বাগান

Last Updated:

চা শ্রমিকদের বোনাস নিয়ে চূড়ান্ত বৈঠকের আগেই নজিরবিহীন পদক্ষেপ দলগাঁও চা বাগানের। আলিপুরদুয়ারের এই চা বাগান কর্তৃপক্ষ নিজে থেকেই চা শ্রমিকদের ২০ শতাংশ বোনাসের দাবি মেনে নিল

+
title=

আলিপুরদুয়ার: অভূতপূর্ব বললেও কম বলা হবে! কলকাতায় যখন চা শ্রমিকদের বোনাস নিয়ে মালিকপক্ষের সঙ্গে ইউনিয়নগুলির চূড়ান্ত দরকষাকষি চলছে এবং নিষ্পত্তির আশা খুব একটা উজ্জ্বল নয়, সেই সময় নিজে থেকে এগিয়ে এসে শ্রমিকদের দাবি মত ২০ শতাংশ বোনাসের কথা ঘোষণা করে দিল দলগাঁও চা বাগানের মালিকপক্ষ। ইতিমধ্যেই বাগানের স্থায়ী শ্রমিকদের বোনাস দিয়ে দিয়েছে এই চা বাগান। এবার অস্থায়ী শ্রমিকদের বোনাস দেওয়া হবে।
ঘটনা হল গতবারের মত এবারেও ২০ শতাংশ বোনাসের দাবি জানিয়েছেন চা বাগানের শ্রমিকরা। প্রতিটি শ্রমিক সংগঠন সেই দাবিকে সমর্থন করেছে। এদিকে মালিকপক্ষ কিছুতেই ৮.৫০ শতাংশের বেশি বোনাস দিতে রাজি নয়। এই বোনাস নির্ধারণ নিয়ে ইতিমধ্যেই কলকাতায় দুই দফায় বৈঠক হয়েছে মালিকপক্ষ ও শ্রমিক ইউনিয়নগুলির মধ্যে। প্রথম বৈঠকে মালিকপক্ষ ৮.৩৩ শতাংশ বোনাস দেওয়ার কথা জানায়। দ্বিতীয় বৈঠকে মালিকপক্ষের তরফ থেকে সামান্য বেড়ে ৮.৫০ শতাংশ বোনাস দেওয়ার কথা বলা হয়। যা কোনমতেই মানতে চাননি চা শ্রমিক ইউনিয়নগুলি। ফলে বৈঠক ভেস্তে যায়।
advertisement
advertisement
এবার এতটা কম বোনাস দেওয়া প্রসঙ্গে চা বাগান মালিকদের দাবি, তাঁদের ব্যবসায় লোকসান হচ্ছে, তাই বেশি বোনাস দেওয়া সম্ভব না। অপরদিকে সারা বছর উদায়স্থ পরিশ্রম করার পর। চা শ্রমিকরাও কম বোনাস নিতে রাজি নন। এই নিয়ে বিবাদের মধ্যে প্রতিটি চা বাগানের সামনে পিকেটিং, বিক্ষোভ দেখানোর সিদ্ধান্ত নেন শ্রমিকরা। আলিপুরদুয়ারের দলগাঁও চা বাগানেও তেমনই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। কিন্তু বিষয়টি জানতে পেরেই উদ্যোগী হয় চা বাগান কর্তৃপক্ষ। এমনিতে এই চা বাগানে মালিক-শ্রমিক সম্পর্ক যথেষ্ট ভাল। তা ডুয়ার্সের অন্যান্য চা বাগানের সামনে নজির হতে পারে। এরপরই চা বাগান কর্তৃপক্ষ এগিয়ে এসে জানায়, কলকাতার বৈঠকে যাই ফায়সালা হোক না কেন তাঁরা শ্রমিকদের ২০ শতাংশ হারেই বোনাস দেবেন। তবে এর জন্য শর্ত চাপানো হয়েছে। শ্রমিকদের লিখিত দিতে হয়েছে, তারা কাজে মন দেবে, বাগানে কোনরকম আন্দোলন করবে না।
advertisement
চা বাগান নিজে থেকে এগিয়ে এসে ২০ শতাংশ বোনাস দেওয়ায় বিশাল খুশি দলগাঁও-এর শ্রমিকরা। এই প্রসঙ্গে দলগাঁও চা বাগানের ম‍্যানেজার মৃগাঙ্ক ভট্টাচার্য জানান, স্থায়ী শ্রমিকদের বোনাস দেওয়া হয়েছে। এরপর অস্থায়ী শ্রমিকদের বোনাস দেওয়া হবে। শ্রমিক সংগঠনের থেকে ২০% বোনাসের জন‍্য আবেদন করা হয়েছিল, সেই আবেদন আমি কোম্পানির বোর্ড অফ ডাইরেক্টরের কাছে পাঠাই। কোম্পানি সিদ্ধান্ত নিয়েছে বোনাস দেওয়ার।
advertisement
অনন্যা দে
view comments
বাংলা খবর/ খবর/আলিপুরদুয়ার/
Alipurduar News: চূড়ান্ত বৈঠকের আগেই শ্রমিকদের ২০ শতাংশ বোনাস দিল চা বাগান
Next Article
advertisement
Cyclone Montha Update: শক্তিশালী ঘূর্ণিঝড় ‘মন্থা’-র ল্যান্ডফল কোথায়? এর প্রভাব বাংলায় কী পড়তে পারে, জেনে নিন
শক্তিশালী ঘূর্ণিঝড় ‘মন্থা’-র ল্যান্ডফল কোথায়? এর প্রভাব বাংলায় কী পড়তে পারে, জেনে নিন
  • শক্তিশালী ঘূর্ণিঝড় ‘মন্থা’-র ল্যান্ডফল কোথায়?

  • এই ঘূর্ণিঝড়ের প্রভাব পশ্চিমবঙ্গে কেমন পড়তে পারে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement