North 24 Parganas News: হিঙ্গলগঞ্জে চালু স্মার্ট মিটার- 'যেমন পয়সা তেমন বিদ্যুৎ' পরিষেবা

Last Updated:

এবার আর বাড়িতে বিদ্যুতের বিল আসবে না। মোবাইল ফোনের মত আগাম রিচার্জ করলে তবেই বাড়িতে চলবে পাখা, জ্বলবে আলো

+
title=

উত্তর ২৪ পরগনা: পকেটে যতটুকু পয়সা থাকবে ঠিক ততটুকুই বিদ্যুৎ খরচ করার সুযোগ এসে গেল। বলা ভাল সামর্থ্য অনুযায়ী এবার গ্রাহকরা বিদ্যুৎ খরচ করতে পারবেন। এই সুযোগ পেতে চলেছে হিঙ্গলগঞ্জের মানুষ। সেই লক্ষ্যে সুন্দরবনের এই প্রত্যন্ত এলাকায় স্মার্ট ইলেকট্রিক মিটার চালু করা হয়েছে।
হিঙ্গলগঞ্জ সহ সমগ্র সুন্দরবনে এলাকায় বিদ্যুৎ সরবরাহ করে রাজ‍্যের বিদ্যুৎ বন্টনকারী সংস্থা। কিন্তু তাদের পরিষেবা নিয়ে হামেশাই অভিযোগ ওঠে। লো ভোল্টেজ, তার ছিঁড়ে যাওয়া, ওভার ভোল্টেজের জেরে বিদ‍্যুত পরিষেবা ব‍্যাহত হয়। বিশেষ করে প্রাকৃতিক দুর্যোগের সময় বহুদিন টানা বিদ্যুৎ থাকে না এইসব এলাকায়। কোন‌ও একটি ছোট সমস্যা হলেও তা ঠিক করতে দিনের পর দিন লাগিয়ে দেন বিদ্যুৎ বন্টন সংস্থার কর্মীরা। সেই সমস্যা সমাধানে এবার উদ‍্যোগী হল পশ্চিমবঙ্গ রাজ‍্য বিদ্যুৎ পর্ষদ। এরই প্রক্রিয়া হিসেবে হিঙ্গলগঞ্জ চালু হল স্মার্ট প্রিপেড মিটার।
advertisement
advertisement
এই স্মার্ট প্রিপেড মিটারে একটি বিশেষ ধরনের সিম কার্ড থাকবে। তাতে রিচার্জ করলে তবেই ঘুরবে বাড়ির পাখা, চলবে টিভি, জ্বলবে আলো। এবার একজন গ্রাহক নিজের আর্থিক সামর্থের উপর ভিত্তি করে এই সিম রিচার্জ করতে পারবেন। রিচার্জের নির্দিষ্ট বাঁধাধরা অঙ্ক নেই।
বিদ্যুতের এই স্মার্ট মিটার অনেকটা মোবাইল ফোনের প্রিপেড কানেকশনের মত। এখানেও আগে রিচার্জ করতে হবে তারপর মিলবে বিদ্যুৎ পরিষেবা। রিচার্জ শেষ হয়ে গেলে নিজে থেকেই বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে। আবার রিচার্জ করলে চালু হবে বিদ্যুৎ পরিষেবা। তবে এই সুবিধার মধ্যেও কিছুটা হলেও চিন্তায় পড়েছেন এই প্রত্যন্ত এলাকার দিন আনি দিন খাই মানুষগুলো। তাঁরা বলছেন, আগে পোস্টপেড মিটার ছিল। রিডিং হয়ে গেলে বিল আসত, তারপরে টাকা পরিশোধ করার জন‍্য আর‌ও কিছুটা সময় পাওয়া যেত। এখন আর তা হবে না। অন্যদিকে এই মিটার হ্যাক করে বিদ্যুৎ চুরির ভয়টাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। সুন্দরবনের দরিদ্র খেটে খাওয়া মানুষের নুন আনতে পান্তা ফুরানোর সংসারে অনেকেরই নেই মোবাইল ফোন। যদিও একটা ফোন থেকেও থাকে মেসেজ এলে অনেই তা পড়তে পারেন না। সেই তাঁরা কীভাবে এই স্মার্ট মিটার ব্যবহার করবেন সেটা নিয়েই এখন একটা বড় প্রশ্ন উঠছে।
advertisement
জুলফিকার মোল্লা
view comments
বাংলা খবর/ খবর/উত্তর ২৪ পরগণা/
North 24 Parganas News: হিঙ্গলগঞ্জে চালু স্মার্ট মিটার- 'যেমন পয়সা তেমন বিদ্যুৎ' পরিষেবা
Next Article
advertisement
Cyclone Montha Update: শক্তিশালী ঘূর্ণিঝড় ‘মন্থা’-র ল্যান্ডফল কোথায়? এর প্রভাব বাংলায় কী পড়তে পারে, জেনে নিন
শক্তিশালী ঘূর্ণিঝড় ‘মন্থা’-র ল্যান্ডফল কোথায়? এর প্রভাব বাংলায় কী পড়তে পারে, জেনে নিন
  • শক্তিশালী ঘূর্ণিঝড় ‘মন্থা’-র ল্যান্ডফল কোথায়?

  • এই ঘূর্ণিঝড়ের প্রভাব পশ্চিমবঙ্গে কেমন পড়তে পারে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement