Purulia News: দলছুট দাঁতালের হঠাৎ মৃত্যু, রইল ভিডিও

Last Updated:

পুরুলিয়া-ঝাড়খন্ড সীমান্তে অস্বাভাবিক মৃত্যু দলছুট বুনো হাতির

+
title=

পুরুলিয়া: দলছুট দাঁতালের অস্বাভাবিক মৃত্যু। এই ঘটনায় চাঞ্চল্য ছড়াল পুরুলিয়ার বাঘমুন্ডিতে। পুরুলিয়ার বাঘমুন্ডি ব্লকের তুন্তুরি সুইসা অঞ্চলের পাড়সিডি গ্রামের ঝাড়খন্ড সীমানায় একটি দলছুট বন্য হাতির মৃত্যু হয়। সুবর্ণরেখা নদীর রাওকাল ঘাটে স্নান করতে গিয়ে পাড়সিডি গ্রামের বাসিন্দারা হঠাৎই জমিতে হাতিটিকে পড়ে থাকতে দেখেন। ঘটনার খবর চাউর হতেই পাড়সিডি গ্রাম সহ ঝাড়খন্ড সীমানায় অবস্থিত অন্যান্য গ্রামের মানুষেরা ছুটে আসেন মৃত হাতিটিকে দেখতে।
গ্রামের মহিলাদের দেখা যায় দলছুট মৃত হাতির চারিপাশে ধূপ জ্বালিয়ে প্রণাম করতে। খবর দেওয়া হয় বন দফতরে। পুরুলিয়ার ঘটনা হলেও সীমান্তবর্তী এলাকা হওয়ায় ঘটনাস্থলে পৌঁছয় ঝাড়খন্ডের বন বিভাগের কর্মীরা ও ঝাড়খণ্ডের তিরুলডি থানার পুলিশ। হাতিটিকে উদ্ধার করে নিয়ে যায় তারা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এই দলছুট হাতিটি বেশ কিছুদিন ধরে এলাকায় দাপিয়ে বেড়াচ্ছিল। হঠাৎই সে অসুস্থ হয়ে পড়ে। ঠিকমতো খাওয়া-দাওয়া করছিল না। এলাকাবাসীর অনুমান, অসুস্থতা জনিত কারণেই হাতিটি মারা গিয়ে থাকতে পারে।
advertisement
advertisement
এই হাতিটি এলাকায় কার্যত ত্রাসের সৃষ্টি করেছিল। তার হামলায় বেশ কিছু ঘরবাড়ি ভেঙে যায়। অত্যাচারের পরিমাণ এতটাই ছিল যে গ্রামবাসীরা তার নাম দিয়েছিল ‘গুজ্জর’। হাতিটির বিশালাকার চেহারা ও লম্বা দাঁত রীতিমত আতঙ্ক ধরাত স্থানীয়দের মনে। তবে তার এই আকস্মিক মৃত্যুতে এলাকাবাসীর মন খারাপ। এদিকে বন বিভাগের পক্ষ থেকে এই বিষয়ে কোনও মন্তব্য করা হয়নি।
advertisement
শমিষ্ঠা ব্যানার্জি
view comments
বাংলা খবর/ খবর/পুরুলিয়া/
Purulia News: দলছুট দাঁতালের হঠাৎ মৃত্যু, রইল ভিডিও
Next Article
advertisement
মানুষের আয়ু হতে চলেছে ১৫০ বছর! বিশ্বজুড়ে চর্চায় চিনের ‘লংজিভিটি পিল’! জেনে নিন এর ক্ষমতা  
মানুষের আয়ু হতে চলেছে ১৫০ বছর! বিশ্বজুড়ে চর্চায় চিনের ‘লংজিভিটি পিল’! জেনে নিন এর ক্ষমতা  
  • Lonvi Biosciences দাবি করেছে তাদের Longevity Pill দিয়ে মানুষ ১৫০ বছর পর্যন্ত বাঁচতে পারে.

  • Longevity Pill-এর প্রধান উপাদান Procyanidin C1 ইঁদুরের আয়ু ৯.৪ শতাংশ পর্যন্ত বাড়িয়েছে.

  • বিশেষজ্ঞদের মতে, মানুষের জন্য Longevity Pill-এর কার্যকারিতা নিয়ে এখনও নিশ্চিত হওয়া যায়নি.

VIEW MORE
advertisement
advertisement