TRENDING:

Uttar Dinajpur News: কলেজে যাওয়ার সময় ভাতও জোটেনি, সেই ছেলেই সর্বভারতীয় শুটিংয়ে বাংলার মুখ উজ্জ্বল করল

Last Updated:

এনসিসি-র সর্বভারতীয় ক্যাডেট শুটিংয়ে সিনিয়র ডিভিশন বয়েজ বিভাগে তৃতীয় হয়েছেন কুশল।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
উত্তর দিনাজপুর: লড়াই মানুষকে পরিণত করে, দেয় প্রতিকূলতাকে জয় করে এগিয়ে চলার শিক্ষা। সেই শিক্ষা নিয়েই এগিয়ে চলেছেন রায়গঞ্জের কুশল বর্মণ। ছোট থেকেই অভাবের সংসারে বেড়ে ওঠা। পড়াশোনার ফাঁকে দিনমজুর বাবাকে সাহায্য করতে মাঝেমধ্যেই চাষের জমিতে নানান কাজ করতে হয়। অভাবের কারণে অনেক সময় কলেজে যাওয়ার সময় ভাতটুকুও জোটেনি। তবুও হাল ছাড়েনি সে। এনসিসি-র সর্বভারতীয় ক্যাডেট শুটিংয়ে তৃতীয় হয়ে সেই লড়াকু মানসিকতারই পরিচয় দিল রায়গঞ্জের এই যুবক।
advertisement

বর্তমানে কুশল বর্মণ গোটা উত্তর দিনাজপুরের গর্ব হিসেবে বিবেচিত হচ্ছেন। তাঁর সাফল্যের জন্য রাজ্যপালের হাত থেকে পদকও পেয়েছেন। রায়গঞ্জ ব্লকের মালঞ্চা গ্রামে বাড়ি। বর্তমানে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে ছাত্র। গত তিন বছর ধরেই রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে এনসিসি ক্যাডেট হিসেবে যুক্ত থেকে নানান ট্রেনিং নিচ্ছে সে।

আরও পড়ুন: বারুইপুরে প্রথম জেলাভিত্তিক স্কেটিং প্রতিযোগিতা

advertisement

রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় সূত্রে খবর, এনসিসি-র সর্বভারতীয় ক্যাডেট শুটিংয়ে সিনিয়র ডিভিশন বয়েজ বিভাগে তৃতীয় হয়েছেন কুশল। এই সাফল্যের জন্য সম্প্রতি তাঁর হাতে রুপোর পদক তুলে দেন বাংলার রাজ্যপাল সিভি আনন্দ বোস।

View More

ছেলের এই সাফল্যে খুশি বাবা কমল বর্মণ। তাঁর স্বপ্ন ছেলে সেনাবাহিনীতে যোগ দিয়ে দেশ রক্ষা করুক। কুশলেরও তাই ইচ্ছে। এদিকে তাঁদেরই ছাত্রের এই সাফল্য প্রসঙ্গে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের অ্যাসোসিয়েট এনসিসি অফিসার দেবজয় ভট্টাচার্য বলেন, কুশলের এই সাফল্য একদিনে আসেনি। ১১৫ দিনের লড়াই ছিল। ও গত তিন বছরের অক্লান্ত চেষ্টায় আজ এই সাফল্য অর্জন করেছে। রাজ্য এবং রাজ্যের বাইরে ৯ টি ক্যাম্পে প্রতিযোগিতামূলক বিভাগে অংশ নিতে হয়েছিল কুশলকে। আর তাতেই মেলে এই অভাবনীয় সাফল্য।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
একসঙ্গে সাত কালীর পুজো! বিসর্জনের আগে 'সাত বোনের' মুখ দেখাদেখি
আরও দেখুন

পিয়া গুপ্তা

বাংলা খবর/ খবর/উত্তর দিনাজপুর/
Uttar Dinajpur News: কলেজে যাওয়ার সময় ভাতও জোটেনি, সেই ছেলেই সর্বভারতীয় শুটিংয়ে বাংলার মুখ উজ্জ্বল করল
Open in App
হোম
খবর
ফটো
লোকাল